সাদা তুষারে ঢাকল পাহাড়। দার্জিলিং থেকে সিকিম, সাদা চাদরে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছ সিকিম ও দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাত। সিকিমের সোমোগো, লাচুং, লাচেন, দার্জিলিঙের সান্দাকফুতে বরফ পড়ছে।