বৃন্দাবনের সন্ন্যাসী প্রেমানন্দের শরণে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। দীর্ঘদিন ধরেই প্রেমানন্দের দুটি কিডনিই খারাপ। তাঁকে নিজের কিডনি দিতে চাইলেন রাজ। সেই প্রস্তাব ফিরিয়ে দেন প্রমানন্দ।