ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর'-এ নির্বংশ মাসুদ আজহার! গত ৭ মে রাত ১টা ৩০ মিনিটে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত। সেই হামলায় নিকেশ মুদাস্সর খাদিয়ান খাস, হাফিজ মহম্মদ জামিল, মহম্মদ ইউসুফ আজহার, খালিদ (আবু আকাসা) এবং মহম্মদ হাসান খান। মহম্মদ জামিল এবং ইউসুফ আজহার কুখ্যাত জঙ্গি নেতা মৌলানা মাসুদ আজহারের শ্যালক। মাসুদ আজহারের ভাই রউফের অবস্থা আশঙ্কাজনক। হত জঙ্গি খাদিয়ান খাস মুরিদকে মার্কাজ তৈবার দায়িত্বে ছিল। এটা আবার লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার। এই জঙ্গিকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে কবর দিয়েছিল পাক সেনা। কান্দাহার IC-814 বিমান হাইজ্যাকে জড়িত ছিল মাসুদের শ্যালক ইউসুফ আজহার।