জল নিকাশি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে গেলেন এক দারোগার ছেলে। শুধু তাই নয়, প্রতিবেশীকে বন্দুক দেখিয়ে হুমকিও দেয় সে। ঘটনাটি ঘটেছে বারাণসীর জৈতপুরা থানার নক্খীঘাট এলাকায়। অভিযোগ, ফতেপুরে কর্মরত দারোগা সুরেশ সিং যাদব বারাণসীতে বাড়ি করেছেন। সেখানেই প্রতিবেশী রম্ভা দেবীর বাড়ির সামনে তাঁদের নিকাশির জল জমে থাকছিল। এই জল আটকাতে রম্ভার স্বামী কাঁচা মাটি ফেললে, সুরেশের ছেলে প্রকাশ যাদব এসে গালাগালি শুরু করে। এরপর প্রকাশের ভাই শশীকান্ত এবং মা-ও সেখানে এসে রম্ভা দেবীর পরিবারকে হুমকি দেয়। অভিযোগ, প্রকাশ হাতে রাইফেল নিয়ে গুলি করার হুমকি দেয়। পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও হয়ে যায়, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনার ভিত্তিতে রম্ভা দেবীর অভিযোগে তিনজনের বিরুদ্ধে জৈতপুরা থানায় এফআইআর হয়েছে। জানা গিয়েছে, রাইফেলটি দারোগা সুরেশের নামে। পুলিশ রাইফেল বাজেয়াপ্ত করে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে।