পহেলগাঁও জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সোমবার লোকসভায় চলা আলোচনায় উত্তাল হয়ে উঠল সংসদ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের মাঝে বিরোধীরা একের পর এক প্রশ্ন তুললেন সরকারের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে। তারই মাঝে বিতর্কের কেন্দ্রে উঠে এল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। তাঁর বক্তব্যে তিনি পাক অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ কাশ্মীর’ এবং ‘পাকিস্তান-শাসিত কাশ্মীর’ বলে উল্লেখ করেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি।