পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে ট্রাভেল উইথ জো নামে একটি চ্যানেল রয়েছে। ঘুরে-বেড়ানোর ভিডিও শেয়ার করেন। ২০২৩ সালে পাকিস্তানি হাইকমিশনে ভিসা নিতে গিয়ে আইএসআই এজেন্ট এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে আলাপ হয়। পরে ঘনিষ্ঠতা। দানিশের মাধ্যমেই ISI-এর অন্যদের সঙ্গে যোগাযোগ। পাকিস্তান কত ভালো সেই ছবি তুলে ধরেছেন! শেয়ার করেছেন ভারতের বিভিন্ন জায়গার তথ্য। হোয়াটস্অ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটে পাক চরেদের সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতি। পঞ্জাব ও হরিয়ানায় চরবৃত্তির বড় নেটওয়ার্ক ফাঁস হয়েছে।