বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন?বিহারে NDA ঝড়। ২০০-এর বেশি আসনে এগিয়ে গিয়েছে জেডিইউ, বিজেপি জোট। আর এমন পরিস্থিতিতেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হতে চলেছেন বলে পোস্ট করে দেয় জেডিইউ। তবে সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দেওয়া হয় দলের তরফে। আর তারপরই নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছেন কি না, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠে যায়।
আসলে ভোটের আগেই বিজেপি জানিয়ে দেয় এনডিএ জিতলে তাদের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ। আর এ বার কুর্সিতে বসলে ১০ বারের জন্য সিএম হবেন তিনি। সেই মতো জেডিইউ-এর পক্ষ থেকে একটা পোস্ট করা হয়।
সেই পোস্টে লেখা হয়, 'অভূতপূর্ব এবং অতুলনীয়। নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন।' তবে সেই পোস্টের করার পরই তা ডিলিট করে দেওয়া হয়। যার ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে নীতীশ কি হবেন বিহারের মুখ্যমন্ত্রী নাকি অন্য খেলা খেলবে বিজেপি?
কেন হঠাৎ প্রশ্ন?
আসলে ইতিমধ্যেই এনডিএ এগিয়ে গিয়েছে ভোট যুদ্ধে। আর সব থেকে বেশি আসন পাচ্ছে বিজেপি। তার পিছনে রয়েছে জেডিইউ। আর এমন পরিস্থিতিতেই নতুন জল্পনা শুরু হয়েছে।
আসলে নীতীশ কুমারের দলের থেকে বেশি আসন পাবে বিজেপি, এই আশা ছিল কম। যদিও এখন সেই দিকেই ট্রেন্ড। যার ফলে নীতীশের ভাগ্য নিয়ে প্রশ্ন উঠছে। অন্য কাউকেও সেই পদে দেখা যেতে পারে জল্পনা।
কে হতে পারেন CM?
একদল মনে করছেন, বিহারেও দেখা যেতে পারে মহারাষ্ট্রের প্রতিফলন। মহারাষ্ট্রে ২০২৪ সালে শিবসেনার একনাথ শিন্দেকে সামনে রেখেই ভোটে যায় বিজেপি। তবে পরে পরিস্থিতি বদলে যায়। রেজাল্ট বেরনোর পর সামনে আসে দেবেন্দ্র ফড়নবীস। তিনিই মুখ্যমন্ত্রীর পদ পান। আর এমনটা এখানেও হতে পারে বলে অনেকেই মনে করছেন।
এক্ষেত্রে ডেপুটি চিফ মিনিস্টার বা উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম উঠে আসছে। তিনিই বিহারের রাজনীতিতে তার সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতার জন্য পরিচিত।
প্রসঙ্গত, ভোটের আগে বিজেপি তাদের তাস খেলেছে। এতদিন পর্যন্ত জেডি(ইউ) নিজেকে বিহারে এনডিএ-তে 'বড় ভাই' হিসাবে তুলে ধরেছিল। তবে এবার বিজেপি সমান আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে। উভয় পক্ষই ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মাধ্যমে বিজেপি নিজের দর বাড়িয়েছে।
যাইহোক প্রায় ২০ বছর ধরে মুখ্যমন্ত্রীত্বে থাকা নীতীশ প্রমাণ করেছেন যে তিনি এখনও বিরাট ক্ষমতা রাখেন। এই সত্যটাকে উপেক্ষা করার সামর্থ্য বিজেপির নেই। ভোটারদের মধ্যে তার বিরাট জনপ্রিয়তা রয়েছে। যার ফলে এগিয়ে গিয়েছে এনডিএ।এখন দেখার ভোটের পর ঠিক কোন দিকে যায় পরিস্থিতি।