Bihar Election Result 2025: হারতে হারতে জিতলেন তেজস্বী, গোহারা দাদা তেজপ্রতাপ

Bihar Election Result 2025: তৃতীয় স্থানে শেষ করেছেন জনশক্তি জনতা দলের প্রধান এবং লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব। এদিকে, আরজেডি নেতা ও ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বিহারের রাঘোপুর কেন্দ্র ধরে রাখলেন।

Advertisement
হারতে হারতে জিতলেন তেজস্বী, গোহারা দাদা তেজপ্রতাপহারতে হারতে জিতলেন তেজস্বী, গোহারা দাদা তেজপ্রতাপ

Bihar Election Result 2025: প্রায় ৮৭,৬৪১ ভোট পেয়ে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)-এর সঞ্জয় কুমার সিংহ এবার মাহুয়া বিধানসভা কেন্দ্র দখল করলেন। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রায় ৪৫ হাজার ভোটে এগিয়ে থেকেই জয় নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী মুকেশ কুমার রোশন, যাঁর প্রাপ্ত ভোট ৪২,৬৪৪। তৃতীয় স্থানে শেষ করেছেন জনশক্তি জনতা দলের প্রধান এবং লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব। তাঁর ঝুলিতে এসেছে ৩৫,৭০৩ ভোট। বিজয়ীর তুলনায় ৫০ হাজারেরও বেশি ভোট পিছিয়ে পড়েছেন তিনি।

একসময় এই আসনের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত তেজ প্রতাপ ২০১৫ সালে বিপুল ভোটে জিতেছিলেন। কিন্তু এবার ফলাফলে দেখা গেল বড় ধাক্কা। দীর্ঘ ব্যবধানে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে রইলেন তিনি। ফল ঘোষণার পর পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বের প্রশংসা করেন তেজ প্রতাপ। আগামী দিনে ইতিবাচক ও গঠনমূলক রাজনৈতিক কাজে মন দেওয়ার কথাও জানান তিনি।

মহুয়া আসনটি এতদিন আরজেডির ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। সেখানে এলজেপি প্রার্থীর জয় এনডিএ জোটের শক্তি আরও পোক্ত করল। গণনা শুরুর পর কিছুক্ষণ লিডে ওঠানামা হলেও শেষ পর্যন্ত সঞ্জয় কুমার সিংহই স্পষ্ট ব্যবধানে এগিয়ে যান এবং জয় নিশ্চিত করেন। এই ফল তেজ প্রতাপ যাদব ও তাঁর নতুন দল জেজেডির জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে, আরজেডি নেতা ও ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বিহারের রাঘোপুর কেন্দ্র ধরে রাখলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি বিজেপি প্রার্থী সতীশ কুমারকে ১৪,৫৩২ ভোটে হারিয়েছেন। তেজস্বী পেয়েছেন ১,১৮,৫৯৭ ভোট, সতি‌শ কুমারের ঝুলিতে ১,০৪,০৬৫। স্বতন্ত্র প্রার্থী বলিরাম সিংহ ৩,০৮৬ ভোট পেয়ে তৃতীয়। গত ১০ বছর ধরে রাঘোপুর আসনটি তেজস্বীর দখলেই রয়েছে। ২০১৫ ও ২০২০ দুই নির্বাচনেই তিনি সতি‌শ কুমারকে পরাজিত করেছিলেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement