ফের বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫৮ জনের শরীরে মিলেছে এই করোনা ভাইরাস। বর্তমানে দেশে মোট ২৬৬৯ জনের চিকিৎসা চলছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। সব মিলিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ লক্ষ ৩৩ হাজার ৩২৭। নতুন সংক্রমণ প্রধানত কেরল, কর্নাটক, গুজরাত, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে রিপোর্ট করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রক কী বলছে
স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে করোনা থেকে সেরে উঠেছেন মোট ৪,৪৪,৭০,৫৭৬ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুধবার দেশের বিভিন্ন অংশে কোভিড কেস এবং মৃত্যুর আকস্মিক বৃদ্ধি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক করেছে। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সভাপতিত্বে ওই বৈঠকটি হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের বিরুদ্ধে সতর্ক থাকা এবং প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। তিনি সংক্রমণ মোকাবিলায় ব্যবস্থাপনা নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। তিনমাস অন্তর মক ড্রিল করার কথাও তিনি জানিয়েছেন।
আতঙ্কিত হওয়ার দরকার নেই
ভারত এখনও পর্যন্ত নতুন করোনভাইরাস ভেরিয়েন্ট JN.1 এ ২১ জন আক্রান্ত হয়েছেন। নীতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বুধবার বলেছেন, এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। তিনি এটাও জানিয়েছেন যে বর্তমান চিকিৎসা পদ্ধতিই এই ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। আর আক্রান্তদের বেশিভাগই বাড়িতেই রয়েছেন। তাঁদের হালকা সংক্রমণ রয়েছে।