scorecardresearch
 

Highest And Lowest Car Rider In India: দেশে সবচেয়ে বেশি গাড়ির মালিক গোয়ায়, বিহার শেষে, বাংলায় কত?

Car Rider In India: দেশে সবচেয়ে বেশি গাড়ির মালিক গোয়ায়, বিহার শেষে, বাংলায় কত?

Advertisement
গোয়া প্রথম, বিহার শেষ, পিছিয়ে বাংলাও গোয়া প্রথম, বিহার শেষ, পিছিয়ে বাংলাও
হাইলাইটস
  • দেশে সবচেয়ে বেশি গাড়ির মালিক গোয়ায়
  • সবচেয়ে কম গাড়ি চড়েন বিহারের লোক
  • পশ্চিমবঙ্গে কতজন গাড়ি চড়েন?

Highest And Lowest Car Rider In India: ভারত (India) পৃথিবীর (World) টপ ৫টি গাড়ি ম্যানুফ্যাকচারার (Car Manufacturar) এবং কার মার্কেট এর মধ্যে একটি। কিন্তু আপনি জানেন? যে দেশের কোন রাজ্যে সবচেয়ে কত পরিবারের কাছে গাড়ি আছে (Car Holder) এবং কত লোক সবচেয়ে বেশি বে-কার রয়েছেন? আমরা চলুন জেনে নিই বিষয়টি। এ ছাড়া কোন রাজ্যে কত, পশ্চিমবঙ্গ(West Bengal)ই বা কত নম্বরে রয়েছে, তা জেনে নিই। গোয়াতে (Goa) যেখানে প্রায় প্রতি দ্বিতীয় বাড়িতে একটা করে গাড়ি রয়েছে, সেখানে বিহারের (Bihar) সবচেয়ে কম বাড়িতে গাড়ি রয়েছে।

ইন্ডিয়া ইন পিক্সেলস (IIP) ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-5 (National Family Health Survey)-এ ২০০৯-১৮ এর হিসাব অনুযায়ী মজাদার তথ্য মিলেছে। এর মধ্যে প্রতি রাজ্যে কত বাড়িতে গাড়ি রয়েছে সেটা বলা হয়েছে। 

গোয়া থেকে বিহার (Goa And Bihar)

দেশের সবচেয়ে ছোট রাজ্যের মধ্যে একটি গোয়া। এখানে ৪৫.২ শতাংশ.বাড়িতে গাড়ি রয়েছে। এটিই ভারতের কোনও রাজ্যে সবচেয়ে বেশি গাড়ির হোল্ডিং নম্বর। অন্যদিকে বিহার সবচেয়ে কম, সেখানে শুধু মাত্র ২ শতাংশ গাড়ি রয়েছে।

টপ (Top) ৫ রাজ্য কোনটি?

এই লিস্টে যদি আপনি টপ মানচিত্রে রাজ্যগুলিকে  দেখেন, তাহলে গোয়ার পর দ্বিতীয় নম্বরে রয়েছে কেরল (Kerala)। এখানে ২৪.৩ শতাংশ পরিবারের কাছে গাড়ি রয়েছে। ফারাকটা পরিষ্কার। যেখানে জম্মু-কাশ্মীরে(Jammu And Kashmir) ২৩.৭ শতাংশ, হিমাচল প্রদেশে(Himachal Pradesh) ২২.১ শতাংশ এবং পঞ্জাবে (Punjab) ২১.৯ শতাংশ পরিবারের কাছে গাড়ি রয়েছে।

শেষ (Bottom) পাঁচ রাজ্য কোনটি?

শেষ পাঁচটি রাজ্যের নাম খুঁজতে চাই, তাহলে বিহার এর চেয়ে বেশি ওড়িশা (Odisha), ২.৭% পরিবার পশ্চিমবঙ্গ (West Bengal)এবং অন্ধ্রপ্রদেশে (Andhra Pradsh) ২.৪% পরিবার, ঝাড়খন্ড(Jharkhand) ৪.৫ শতাংশ পরিবার এবং ছত্তিশগড়ে(Chattisgarh) ৪.৩ শতাংশ পরিবারের কাছে গাড়ি রয়েছে।

Advertisement

দিল্লিতে ২০ শতাংশ বাড়িতে গাড়ি রয়েছে (Delhi)

দিল্লির কার মার্কেট (Delhi Car Market) ভারতের সবচেয়ে বড় বাজারের মধ্যে একটি। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ কার, বিক্রি হয়। তা সত্ত্বেও শুধুমাত্র ১৯.৪ শতাংশ পরিবারের কাছে গাড়ি রয়েছে। সেখানে হরিয়ানায়(Haryana) ১৫.৩%, উত্তরাখণ্ডে (Uttarakhand), ১২.৭ শতাংশ, গুজরাতে (Gujrat) ১০.৯ শতাংশ, কর্নাটকে (Karnataka) ৯.১ শতাংশ, মহারাষ্ট্রে (Maharastra) তে ৮.৭ শতাংশ, রাজস্থানে (Rajasthan) ৮.২%, তামিলনাড়ুতে(Tamilnadu) ৬.৫%, উত্তরপ্রদেশে (Uttar pradesh)৫.৫%, মধ্যপ্রদেশে (Madhya Pradesh)৫.৩% এবং তেলেঙ্গানাতে (Telengana) ৫.২% হয়েছে।

পূর্বতন রাজ্যগুলির পরিস্থিতি অনেকটা ভালো (North East Is Better)

এই বিষয়ে পূর্বতম রাজ্যগুলি স্থিতি কিছুটা ভালো। এখানে সবচেয়ে বেশি নাগাল্যান্ড (Nagaland,) ২১.৩ শতাংশ ঘরে গাড়ি রয়েছে। সেখানে সিকিমে (Sikkim) ২০.৯ শতাংশ বাড়িতে গাড়ি রয়েছে। অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ১৯.৩, মণিপুরে (Manipur) ১৭ শতাংশ, মিজোরামে (Mizoram) ১৫.৫%, মেঘালয়ে (Meghalaya) ১২.১৯%,অসমে (Assam) ৮.১%, ত্রিপুরাতে (Tripura) ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

Advertisement