scorecardresearch
 

Independence Day 2022 Live: 'পরিবারবাদ, ভাই-ভাইপোবাদ থেকে মুক্তি পেতে হবে দেশবাসীকে,' বিরোধীদের নিশানা মোদীর

Aajtak Bangla | কলকাতা | 15 Aug 2022, 9:07 AM IST

Independence Day 2022 Live Updates: আজ ১৫ই অগাস্ট ২০২২। ভারত আজ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করছে। লালকেল্লায় নবম বার জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Independence Day 2022 Live Updates: আজ ১৫ই অগাস্ট ২০২২। ভারত আজ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করছে। লালকেল্লায় নবম বার জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

9:07 AM (1 বছর আগে)

ভাষণ শেষে উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন

Posted by :- Madhurma Dev

ভাষণ শেষে উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে কথা বললেন। 

8:49 AM (1 বছর আগে)

দেশকে যারা লুটেছে তাদের ফেরৎ দিতে হবে: মোদী

Posted by :- Madhurma Dev

"দেশকে যারা লুটেছে তাদের ফেরৎ দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে। উই পোকার মতো দুর্নীতি দেশকে শেষ করে দিচ্ছে। আমার দেশবাসীর যারা চুরির টাকা লুটেছে তাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন।"

8:46 AM (1 বছর আগে)

"আমরা জীবের মধ্যেও শিবকে দেখি": মোদী

Posted by :- Madhurma Dev

"আমরা জীবের মধ্যেও শিবকে দেখি। আমরা সেই মানুষ যাঁরা পুরুষের মধ্যে নারায়ণকে দেখি, নারীকে নারায়ণী বলে ডাক।, আমরা সেই মানুষ যারা উদ্ভিদের মধ্যে দৈব দেখি, আমরাই তারা। আমরা যাঁরা নদীকে মা বলে, আমরা সেই মানুষ যারা শঙ্করকে নুড়িপাথরে দেখি... এটাই আমাদের শক্তি, যখন আমরা বিশ্বের সামনে নিজেদের অহংকার করব, পৃথিবী তা করবে।"

8:34 AM (1 বছর আগে)

ভারত ম্যানুফ্যাকচারিং দেশে পরিবর্তন হচ্ছে: মোদী

Posted by :- Madhurma Dev

"ভারত ম্যানুফ্যাকচারিং দেশে পরিবর্তন হচ্ছে। মোবাইল ফোন থেকে সোলার সিস্টেম, মিশন হাইড্রোজেন, বায়োগ্যাস- আমাদের আত্মনির্ভর হয়ে এই দেশেই সব তৈরি করতে হবে। পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে হবে। এই পৃথিবীর ভারতকে প্রয়োজন আছে।"

Advertisement
8:30 AM (1 বছর আগে)

"আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে"

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত কোনও সরকারি প্রকল্প নয়। দেশের প্রতিটি মানুষকে আত্মনির্ভর হতে হবে। বিদেশ থেকে আমরা একটি জিনিসও আনব না, দেশেই সব গড়ে উঠবে।

8:26 AM (1 বছর আগে)

আগামী ২৫ বছরের পাঁচ সংকল্প: মোদী

Posted by :- Madhurma Dev

আগামী ২৫ বছরের পাঁচ সংকল্প: মোদী

১. উন্নত ভারত- এখন থেকে দেশ একটি বড় সংকল্প নিয়ে চলবে। সেই বড় সংকল্পটি একটি উন্নত ভারত এবং এর চেয়ে কম হওয়া উচিত নয়।
২. দাসত্বের প্রতিটি অংশ থেকে মুক্তির অঙ্গীকার- দ্বিতীয় শপথ হল আমাদের মনের ভিতরে যদি কোনও কোণে দাসত্বেঅংশ মুক্ত করুন।
৩. ঐতিহ্যের গর্ব- তৃতীয় সংকল্প হল আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করা উচিত। এই উত্তরাধিকার, যা ভারতকে স্বর্ণযুগ দিয়েছে। এই উত্তরাধিকারই সময়ে সময়ে পরিবর্তন করার ক্ষমতা রাখে।
৪. ঐক্য ও সংহতির অঙ্গীকার- চতুর্থ সংকল্প হল ঐক্য ও সংহতি। ১৩০ কোটি দেশবাসীর মধ্যে সংহতি। এটি এক ভারত এবং শ্রেষ্ঠ ভারত এর জন্য একটি অঙ্গীকার।
৫. নাগরিকদের তাদের কর্তব্য পালনের অঙ্গীকার করুন- পঞ্চম প্রকল্প, নাগরিকদের কর্তব্য। এর থেকে রেহাই পাবেন না প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরাও। ২৫ বছরের সংকল্প পূরণের জন্য এইগুলি আমাদের শপথ।

8:11 AM (1 বছর আগে)

আগামী ২৫ বছর পাঁচটি বিষয়ে লক্ষ্য রাখুন: মোদী

Posted by :- Madhurma Dev

আগামী ২৫ বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই ২৫ বছর পাঁচটি বিষয়ে লক্ষ্য রাখুন- উন্নত ভারত, ১০০% দাসত্বের ধারণা থেকে স্বাধীনতা, ঐতিহ্যের জন্য গর্ববোধ, ঐক্য এবং সংহতি ও নাগরিকদের কর্তব্য: মোদী

8:03 AM (1 বছর আগে)

আজ অনেক মহাপুরুষের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ: PM মোদী

Posted by :- Madhurma Dev

"ডঃ রাজেন্দ্র প্রসাদ, নেহরুজি, সর্দার বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, লাল বাহাদুর শাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, জয় প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, আচার্য বিনোবা, যাঁরা স্বাধীনতার যুদ্ধে লড়েছিলেন এবং দেশকে গড়ে তুলেছিলেন। আজ এমন অনেক মহাপুরুষের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ।"
 

7:59 AM (1 বছর আগে)

আমি মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণে নিজেকে উৎসর্গ করেছি: মোদী

Posted by :- Madhurma Dev

মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল মানুষের উপকার করা। আমি মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণে নিজেকে উৎসর্গ করেছি: মোদী
 

Advertisement
7:53 AM (1 বছর আগে)

ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন এই বীরেরা

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয়ের হৃদয় গর্বে ভরে ওঠে যখন তারা লক্ষ্মীবাঈ, ঝালকারি বাঈ, চেন্নাম্মা বেগম, হজরত মহলের মতো সাহসী নারীদের স্মরণ করে। এই দেশ মঙ্গল পাণ্ডে, তাতিয়া তোপি, ভগত সিং, সুখদেব, রাজ গুরু, চন্দ্রশেখর আজাদ, আশফাকউল্লাহ খান, রাম প্রসাদ বিসমিলের কাছে ঋণী। ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিলেন এই বীরেরা।

7:47 AM (1 বছর আগে)

দাসত্বের পুরো সময়টা কেটেছে স্বাধীনতা সংগ্রামে: মোদী

Posted by :- Madhurma Dev

"দাসত্বের পুরো সময়টা কেটেছে স্বাধীনতা সংগ্রামে। ভারতের এমন কোনও কোণা ছিল না, এমন কোনও সময় ছিল না যেখানে দেশবাসী শত শত বছর ধরে দাসত্বের বিরুদ্ধে লড়াই করেনি, জীবন বলিদান দেয়নি। আজ আমাদের সকল দেশবাসীর জন্য প্রতিটি মহাপুরুষের কাছে, সকল ত্যাগীদের প্রণাম করার সুযোগ। এটি তাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নেওয়ার একটি সুযোগ", বললেন মোদী।

7:44 AM (1 বছর আগে)

নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়: মোদী 

Posted by :- Madhurma Dev

নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। অনেক সংঘর্ষের পর স্বাধীনতা প্রাপ্তি: মোদী 

7:38 AM (1 বছর আগে)

Posted by :- Keshwanand

 

7:37 AM (1 বছর আগে)

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Madhurma Dev

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবাসীকে আজাদির অমৃত মহোৎসবের অনেক শুভেচ্ছা জানান। 

Advertisement
7:32 AM (1 বছর আগে)

লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Madhurma Dev

জাতীয় সঙ্গীতের সঙ্গে লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 

7:20 AM (1 বছর আগে)

লালকেল্লায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Madhurma Dev

লালকেল্লায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণ পর পতাকা উত্তোলন করবেন তিনি। সকালে দিল্লির রাজঘাটে গান্ধীজিকে তিনি শ্রদ্ধা জানান। 'গার্ড অফ অনার' দেওয়া হয় তাঁকে। 

Advertisement