কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশ। যদিও এই দাপট শেষ হতে চলেছে চলতি বছরের জুলাইয়ে। কিন্তু এরপর আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। ছয় থেকে আট মাস পরে ফের আসতে পারে তৃতীয় ঢেউ। ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের তৈরি বিজ্ঞানীদের তিন সদস্যর প্যানেল এমনটাই আগাম সতর্কতা জারি করেছে।
তবে এটি একটি 'সূত্র' মেনে হয়। একটি বৈজ্ঞানিক মডেলের মাধ্যমে এই বিষয়টিকে দেখা হয়। সেই সূত্র অনুযায়ী, মে'র শেষের দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমবে ১.৫ লক্ষে। জুলাইয়ে সেই সংখ্যা কমে হবে দিন প্রতি ২০ হাজার।
কোন কোন রাজ্যে সংক্রমণের শীর্ষ ছুঁয়েছে?
প্যানেলের সদস্য তথা আইআইটি কানপুরের প্রফেসর মনীন্দ্র আগরওয়াল জানান যে ইতিমধ্যেই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, কেরালা, সিকিম, উত্তরাখণ্ড, গুজরাট, হরিয়ানা, দিল্লি এবং গোয়া দৈনিক সংক্রমণের শীর্ষ পর্যায় ছুঁয়েছে। এবার তা ধীরে ধীরে কমতে শুরু করবে।
কোন কোন রাজ্যর শিখর ছোঁয়া বাকি?
তামিলনাড়ু আর পুদুচেরিও আগামী কয়েকদিনের মধ্যে আক্রান্তের শিখরে পৌঁছবে। দেশের পূর্ব এবং উত্তর-পূর্ব প্রান্ত এখনও দৈনিক সংক্রমণের ভয়াবহতা দেখেনি। আসাম, মেঘালয়, ত্রিপুরার সেই শিখর দেখা বাকি রয়েছে এখনও। বর্তমানে হিমাচল প্রদেশ, পাঞ্জাবে শুরু হয়েছে কোভিড ঝড়৷
তৃতীয় ঢেউ
বিজ্ঞানীদের প্যানেল মতে, এই ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ফের ছয় থেকে আট মাস পর আসবে ভাইরাসের তৃতীয় ঢেউ। তবে টিকাকরণের জেরে সেই ঢেউয়ের প্রাবল্য থাকবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা।