scorecardresearch
 

J&K: কাশ্মীরে ২ জঙ্গি খতম, উরির মতো হামলার ছক বানচাল

J&K: স্বাধীনতা দিবসের আগে জঙ্গিদের বড়সড় ছক বানচাল। জম্মু-কাশ্মীরের পারগলে উরি হামলার মতো ষড়যন্ত্র করে ব্যর্থ হয় সন্ত্রাসবাদীরা। এদিন, কিছু সন্ত্রাসবাদীরা সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে। এর পরেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দুই জঙ্গি নিকেশ হয়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • স্বাধীনতা দিবসের আগে জঙ্গিদের বড়সড় ছক বানচাল
  • জম্মু-কাশ্মীরের পারগলে উরি হামলার মতো ষড়যন্ত্র করে ব্যর্থ সন্ত্রাসবাদীরা
  • কিছু সন্ত্রাসবাদীরা সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে

J&K: স্বাধীনতা দিবসের আগে জঙ্গিদের বড়সড় ছক বানচাল। জম্মু-কাশ্মীরের পারগলে উরি হামলার মতো ষড়যন্ত্র করে ব্যর্থ হয় সন্ত্রাসবাদীরা। এদিন, কিছু সন্ত্রাসবাদীরা সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করে। এর পরেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দুই জঙ্গি নিকেশ হয়।

রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে পারগল ক্যাম্প। ১১ রাষ্ট্রীয় রাইফেলস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। এতে দুই সন্ত্রাসবাদী নিহত হয়। এই হামলায় তিন সেনা শহিদ হয়েছেন। তল্লাশি অভিযান এখনও চলছে। অন্যদিকে, ধরহল থানা থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত অন্যান্য দলকেও ক্যাম্পের দিকে পাঠানো হয়েছে। সন্ত্রাসবাদীরা উরির মতো হামলার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে।

২০১৬-র উরি হামলা

২০১৬ সালে অতর্কিতে পাকিস্তান থেকে আসা জইশ-ই-মহম্মদের চার সন্ত্রাসবাদী জম্মু ও কাশ্মীরের উরিতে সেনা সদর দফতরে হামলা করেছিল। এতে ১৯ সেনা শহিদ হন। একই সময়ে ১৯-৩০ জন সেনা আহত হন। পাল্টা, ভারত পাকিস্তানের সীমান্তে প্রবেশ করে সার্জিক্যাল স্ট্রাইক করে। ঢুকে গিয়ে সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলি ধ্বংস করে দেয়।

বুধবারই তিন জঙ্গি নিকেশ হয়

এর আগে বুধবার নিরাপত্তা বাহিনী বুদগামে তিন সন্ত্রাসবাদীকে হত্যা করে। নিহত সন্ত্রাসবাদীরা লস্করের সদস্য বলে জানা যায়। তাদের মধ্যে ছিলেন লতিফ রাথের। লতিফ কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাট হত্যার সঙ্গে জড়িত ছিল। অনেক দিন ধরেই তাকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। লতিফ প্রায় ১০ বছর সন্ত্রাসমূলক কাজের সঙ্গে সক্রিয় ছিল। ২০১২ সালের শ্রীনগর হাইওয়ে হামলায়ও সে জড়িত ছিল। এতে ৮ সেনা সদস্য শহিদ হন।

Advertisement