scorecardresearch
 

Morgan Stanley Report: ২০২৪-এ মোদী সরকার না ফিরলে শেয়ারবাজারে কী ঘটতে পারে? যা অনুমান করা হচ্ছে...

কোনও দেশের সরকারের সঙ্গে সেদেশের শেয়ার বাজার ওতপ্রোতভাবে জড়িয়ে। আর সেই বিষয়টিই আরও একবার প্রমাণিত হল মরগান স্ট্যানলির সাম্প্রতিক রিপোর্টে। বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই ভোটের পর যদি মোদী সরকার ফের ক্ষমতায় না আসে? শেয়ার বাজারে তার কেমন প্রভাব পড়তে পারে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি সমীক্ষা চালান বাজার বিশ্লেষকরা। আর তাতে যা তথ্য উঠে আসে, তা সত্যিই চমকপ্রদ। 

Advertisement
নির্বাচনে পালাবদল হলে শেয়ার বাজারে কী প্রভাব পড়তে পারে? নির্বাচনে পালাবদল হলে শেয়ার বাজারে কী প্রভাব পড়তে পারে?
হাইলাইটস
  • কোনও দেশের সরকারের সঙ্গে সেদেশের শেয়ার বাজার ওতপ্রোতভাবে জড়িয়ে। আর সেই বিষয়টিই আরও একবার প্রমাণিত হল মরগান স্ট্যানলির সাম্প্রতিক রিপোর্টে।
  • বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই ভোটের পর যদি মোদী সরকার ফের ক্ষমতায় না আসে? শেয়ার বাজারে তার কেমন প্রভাব পড়তে পারে?
  • সেই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি সমীক্ষা চালান বাজার বিশ্লেষকরা। আর তাতে যা তথ্য উঠে আসে, তা সত্যিই চমকপ্রদ। 

কোনও দেশের সরকারের সঙ্গে সেদেশের শেয়ার বাজার ওতপ্রোতভাবে জড়িয়ে। আর সেই বিষয়টিই আরও একবার প্রমাণিত হল মরগান স্ট্যানলির সাম্প্রতিক রিপোর্টে। বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই ভোটের পর যদি মোদী সরকার ফের ক্ষমতায় না আসে? শেয়ার বাজারে তার কেমন প্রভাব পড়তে পারে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি সমীক্ষা চালান বাজার বিশ্লেষকরা। আর তাতে যা তথ্য উঠে আসে, তা সত্যিই চমকপ্রদ। 

শেয়ার বাজারে নির্বাচনের প্রভাব
ব্লুমবার্গের প্রতিবেদনে মরগান স্ট্যানলির এই সাম্প্রতির সমীক্ষা তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মরগান স্ট্যানলির বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ২০২৪ সালের নির্বাচনের সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয় শেয়ার বাজারে। ভারতের শেয়ার বাজার প্রায় ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের। আর সেই বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। বলাই বাহুল্য, বিশ্বজুড়ে এর বড়সড় প্রভাব পড়তে পারে। 

বিশ্লেষকদের পর্যবেক্ষণ, গত কয়েক বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, ভোটের পরোক্ষ প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকে। সেই থেকে আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনে বড়সড় বদলের ক্ষেত্রে বেঞ্চমার্কে ৩০% পর্যন্ত পতন হতে পারে। 

আরও পড়ুন

প্রতিবেদনে কী বলা হয়েছে?
সোমবার মরগান স্ট্যানলির বিশেষজ্ঞ রিদম দেশাই বাজার সংক্রান্ত এক নোটে লিখেছেন, কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট I.N.D.I.A-র প্রভাবে নির্বাচনে মেরুকরণ হতে পারে। ফলে ভোটের ব্যবধানে এর প্রভাব পড়তে পারে। 

মরগান স্ট্যানলির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারে পরিবর্তন হলে সেক্ষেত্রে নীতি সংস্কার ও বাস্তবায়নের ক্ষেত্রে বদল আসতে পারে। আর সেই আশঙ্কা থেকে বিনিয়োগকারীদের মনোভাবের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। 

২০২৩ সাল পর্যন্ত শেয়ার বাজারে দুরন্ত পারফর্ম্যান্স
চলতি বছর স্টক মার্কেট ভালই পারফর্ম করেছে। ভারতীয় শেয়ার বাজার প্রায় ৭ শতাংশ বেড়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, বৃদ্ধির নিরিখে ভারত এশিয়া এবং উন্নয়নশীল দেশগুলিকে প্রতিযোগীদের পিছনে ফেলে দিয়েছে। ফলে শুধু দেশের অভ্যন্তরেই নয়। বিদেশের বিনিয়োগকারীরাও আকৃষ্ট হচ্ছেন এবং ভারতের শেয়ারে বিনিয়োগ করছেন। এদিকে, ইন্ডিয়া ভিআইএক্স, স্টক-প্রাইস সুইংয়ের একটি সূচক, প্রায় ২৫ শতাংশ কমে তার সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। কিন্তু ব্রোকারেজ হাউসগুলির এখনও বিশ্বাস, ভারতের S&P BSE সেনসেক্স আগামী বছর তার বেস ক্ষেত্রে ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Advertisement

মরগান স্ট্যানলির আগে, জেফরিসও সম্প্রতি একটি একই ধরণের প্রতিবেদন প্রকাশ করে। তাতে শেয়ার বাজারে আগামী বছরের নির্বাচনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। তাতে বলা হয়, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের ফলাফল কী হবে, ক্ষমতার পালাবদল হবে কি হবে না, তার সরাসরি প্রভাব শেয়ার বাজারে দেখা যাবে।

জেফরি LLC.-তে ইক্যুইটি স্ট্র্যাটেজির গ্লোবাল হেড ক্রিস উড বলেন, যদি নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গঠিত না হয়, তাহলে শেয়ার বাজার প্রায় ২৫ শতাংশ পড়ে যাবে। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বড়সড় পূর্বাভাস দেন। তিনি ২০০৪ সালের নির্বাচনেরও উদাহরণ দিয়ে বলেন, সেবারে ক্ষমতাসীন সরকারের(বিজেপি নেতৃত্বাধীন) পতন হয়েছিল এবং মাত্র দুই দিনে বাজার ২০ শতাংশ কমে গিয়েছিল।

Advertisement