scorecardresearch
 

Omicron Variant Corona: Omicron ত্রাস, এবার দিল্লিতে আক্রান্তের হদিশ মিলল; আতঙ্ক

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে ১২ জন ফিরেছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। তবে ১২ তম জন Omicron-এ আক্রান্ত। তা নিশ্চিত করা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আর কেউ এসেছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • Omicron-এ পঞ্চম আক্রান্তের হদিশ
  • এবার রাজধানী দিল্লিতে এক ব্যক্তির শরীরে পাওয়া গেল ওমিক্রনের সন্ধান
  • যা নিয়ে আতঙ্কিত সেখানকার মানুষ

Omicron-এ পঞ্চম আক্রান্তের হদিশ। এবার রাজধানী দিল্লিতে এক ব্যক্তির শরীরে পাওয়া গেল ওমিক্রনের সন্ধান। যা নিয়ে আতঙ্কিত সেখানকার মানুষ। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এলএনজেপি হাসপাতালে আক্রান্তকে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তি তানজানিয়া থেকে ফিরেছিলেন।

আরও পড়ুন : Jawad Cyclone Update : জাওয়াদের প্রভাবে গঙ্গাসাগরে ডুবল আস্ত নৌকা, আতঙ্কিত সুন্দরবনবাসী

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে ১২ জন ফিরেছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। তবে ১২ তম জন Omicron-এ আক্রান্ত। তা নিশ্চিত করা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আর কেউ এসেছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 

এই নিয়ে দেশে Omicron-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। তাঁদের মধ্যে ২ জন কর্নাটক ও একজন করে দিল্লি, গুজরাত ও মহারাষ্ট্রের বাসিন্দা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিদেশ থেকে আসা মোট ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। তাদের সবাইকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন : Omicron-এ মারা যাবে না তো? সে আশঙ্কা থেকেই স্ত্রী-ছেলেতে মেরে ফেললেন চিকিৎসক

প্রসঙ্গত, WHO-র তরফে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে বিশ্বের অন্তত ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন স্ট্রেনটি। তবে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই। যা অনেকটা স্বস্তির। দক্ষিণ আফ্রিকায় সংক্রমণের হার বাড়ছে। সেই দেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ওমিক্রনে দ্বিতীয় বা তৃতীয় বারের জন্য কোভিড সংক্রমিত হচ্ছেন অনেকে। বাচ্চাদের সংক্রমিত হওয়ার ঘটনাও সামনে আসছে। শিশুরা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।  

Advertisement