Mobile Location: সর্বদাই অন রাখতে হবে মোবাইলের লোকেশন? কেন্দ্রের নয়া প্রস্তাবে শোরগোল

সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিতর্কের মাঝেই এবার নয়া প্রস্তাব কেন্দ্রের। এবার থেকে সর্বদা মোবাইলে লোকেশন অন করে রাখতে হতে পারে ইউজারদের। অ্যাপল, গুগল, স্যামসংয়ের পক্ষ থেকে বিরোধিতা।

Advertisement
সর্বদাই অন রাখতে হবে মোবাইলের লোকেশন? কেন্দ্রের নয়া প্রস্তাবে শোরগোলপ্রতীকী ছবি
হাইলাইটস
  • বিতর্কের মাঝেই এবার নয়া প্রস্তাব কেন্দ্রের
  • সর্বদা মোবাইলে লোকেশন অন করে রাখতে হতে পারে
  • অ্যাপল, গুগল, স্যামসংয়ের পক্ষ থেকে বিরোধিতা

স্মার্টফোনে সর্বদা স্যাটেলাইট লোকেশন ট্র্যাকিং চালু রাখা বাধ্যতামূলক হতে পারে। কেন্দ্রীয় সরকারের টেলিকম দফতরের প্রস্তাব এমনটাই। তবে এই প্রস্তাব মানতে নারাজ স্যামসং, অ্যাপল এবং গুগল। 

রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী, গোপনীয়তা রক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এই স্মার্টফোন সংস্থাগুলি টেলিকম দফতরের এই প্রস্তাবের বিরোধিতা করেছে। আগেই সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক করার ঘোষণা ঘিরে দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। কড়া সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত এই অ্যাপ বাধ্যতামূলক ইনস্টল করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় মোদী সরকার। 

কেন এই ফিচার চাইছে সরকার?
আইনি মামলার প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলির কোনও ব্যক্তির সঠিক অবস্থান জানার সুযোগ থাকে না। বর্তমান ব্যবস্থায় সংস্থাগুলি সেলুলার টাওয়ার ডেটা ট্র্যাক করে লোকেশন জানতে পারে। তদন্তকারী এজেন্সিগুলির প্রয়োজনের সময়ে সঠিক লোকেশন না পাওয়ার জেরে সমস্যা তৈরি হয়। 

সেলুলার অপরাশেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) একটি প্রস্তাব দিয়েছে। রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো সংস্থার প্রতিনিধিত্ব করে এই প্ল্যাটফর্ম। তাদের বক্তব্য, সরকার নির্দেশ দিলে স্মার্টফোন প্রস্তুতকারকদের A-GPS টেকনোলজি অ্যাক্টিভেট করতে হবে। এই টেকনোলজি স্যাটেলাইট সিগনালের পাশাপাশি সেলুলার ডেটাও ব্যবহার করে। 

গুগল-অ্যাপেলের বিরোধিতা
কেন্দ্রের এই প্রস্তাবের কারণে যে কোনও স্মার্টফোনে লোকেশন সার্ভিস সর্বদাই অ্যাক্টিভ রাখতে হবে। কোনও ইউজার এই সিস্টেম বন্ধ করতে পারবেন না। গুগলের পেরেন্ট কোম্পানি আলফাবেট এবং অ্যাপল এর বিরোধিতা করেছে। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডিভাইস লেভেল ট্র্যাকিং দুনিয়ায় কোথাও ব্যবহার করা হচ্ছে না। এই প্ল্যাটফর্ম গুগল এবং অ্যাপলের প্রতিনিধিত্ব করে। 

জানা গিয়েছে, এই ইস্যু নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বৈঠক হওয়ার কথা ছিল শুক্রবার। তবে শেষ মুহূর্তে তা ভেস্তে যায়।  

 

POST A COMMENT
Advertisement