scorecardresearch
 

কংগ্রেস যোগের জল্পনা-আছেন মমতার সঙ্গেও, PK-র ভূমিকা কী?

রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর গত কিছু দিন ধরেই কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও মিটিং করেছেন।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও রাহুল গান্ধী
হাইলাইটস
  • কংগ্রেসে যোগ দিতে পারেন প্রশান্ত কিশোর
  • একুশে তৃণমূলের বড় জয়ের অন্যতম কাণ্ডারি
  • অন্য দলের সঙ্গে সম্পর্কে চিন্তায় কংগ্রেস

পঞ্জাবে সামনের বছর বিধানসভা নির্বাচন। তার আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের রাজনৈতিক পরামর্শদাতার পদে ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। রাজনীতির আঙিনায় যে কোনও সিদ্ধান্তই ভবিষ্যত্‍ রাজনীতির ভূমিকা হিসেবেই চিহ্নিত হয়। প্রশান্ত কিশোরের ইস্তফার মধ্যেও তা স্পষ্ট। দিল্লির রাজনীতিতে জোর জল্পনা, প্রশান্ত কিশোর যোগ দিতো পারেন কংগ্রেসে। যদি প্রশান্ত কংগ্রেসে যোগ দেন, সে ক্ষেত্রে কংগ্রেসে তাঁর ভূমিকা কী হতে পারে, তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানা যাবে।

আরও পড়ুন: লক্ষ্য ২০২৪? শুক্রবার মমতার সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক ঘিরে জল্পনা 

আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিচ্ছেন PK? সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় রাহুল 

কংগ্রেসে যোগ দিতে পারেন প্রশান্ত কিশোর

রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর গত কিছু দিন ধরেই কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও মিটিং করেছেন। সূত্রের খবর, প্রশান্ত কিশোরকে নিয়ে ইতিমধ্যেই দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন রাহুল। তাঁকে দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ পদও। সম্ভবত, সংসদে বাদল অধিবেশন শেষ হলেই কংগ্রেসে যোগ দেবেন প্রশান্ত কিশোর।

গত মাসে রাহুলের ১২ তুঘলক রোডে বাড়িতে বৈঠক করেন প্রশান্ত কিশোর। তারপর থেকেই প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগদানের আলোচনা তীব্র হয়েছে। এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোট গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন প্রশান্ত কিশোর।

অন্য দলের সঙ্গে সম্পর্কে চিন্তায় কংগ্রেস

দিল্লির অন্দরে খবর, দেশের প্রায় সব বড় রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক ছিল প্রশান্ত কিশোরের। তাঁর সংস্থা iPAC ২০১৪ সালে বিজেপি-র ভোট স্ট্র্যাটেজিস্ট ছিল, প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে ক্ষমতায় আসে মোদী সরকার। ফলে এই বিষয়টি নিয়েও চিন্তিত কংগ্রেসের শীর্ষনেতৃত্বের একাংশ। তবে আরেকাংশ মনে করছেন, প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি মেনে দল ঘুরে দাঁড়ালে তা কংগ্রেস নেতা কর্মীদের কাছে শুভ।

Advertisement
নিজস্ব চিত্র

একুশে তৃণমূলের বড় জয়ের অন্যতম কাণ্ডারি

একুশের নির্বাচনে প্রশান্ত কিশোর তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। যদিও একুশের নির্বাচনের পর নির্বাচনী পরামর্শদাতার কাজ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।  তাঁর সংস্থা IPAC এখনও তৃণমূলের হয়েই কাজ করছে। তাছাড়া একুশের ভোটে তৃণমূল স্তরে কাজ করেছে প্রশান্ত কিশোরের টিম। সেক্ষেত্রে কোন জেলায়, কোন নেতার প্রভাব বেশি, কার ভাবমূর্তি উজ্বল, সবটাই তাঁর নখদর্পণে। আর প্রশান্ত কিশোর নিজে এই মুহূর্তে দেশের অন্যতম বড় বিজেপি বিরোধী মুখ। সম্ভবত সেকারণেই রদবদলের আগে মমতা তাঁর পরামর্শ নিয়েছেন।

সে ক্ষেত্রে প্রশান্ত কিশোর রাজনৈতিক পরামর্শদাতা থেকে নিজেকে সরিয়ে নেওয়া আবার তাঁরই সংস্থা তৃণমূলের রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করা, আবার প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা। সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণটা একটা তাত্‍পর্যপূর্ণ অবস্থায়। মোদ্দা বিষয়, পুরো অঙ্কটাই বিজেপি-কে কেন্দ্র থেকে সরানোর পরিকল্পনাকে ঘিরেই।

Advertisement