scorecardresearch
 

আগুনে এক বিল্ডিং থেকে অন্যতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন বহু শ্রমিক!

Aajtak Bangla | পুনে | 22 Jan 2021, 11:59 AM IST

পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা আদার পুনাওয়ালার। পাশাপাশি সতর্কতা হিসেবে সিরাম ইনস্টিটিউটে ৩টি ইঞ্জিন মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে দমকল কর্তৃপক্ষ।

সিরামে অগ্নিকাণ্ড সিরামে অগ্নিকাণ্ড

হাইলাইটস্

  • সিরামের অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
  • মৃতদের ক্ষতিপূরণ ঘোষণা আদার পুনাওয়ালার
  • তৎপরতর সঙ্গে কাজ করেছে দমকল
  • সতর্কতা হিসেবে ৩টি ইঞ্জিন মোতায়েন রাখার সিদ্ধান্ত
11:59 AM (3 বছর আগে)

প্রাণ হাতে শ্রমিকরা

Posted by :- Arindam

সিরাম ইনস্টিটিউটে ভয়াবহ আগুনে বাঁচতে কয়েকজন শ্রমিক জানান, এক বাড়ি থেকে আরেক বিল্ডিংয়ে লাফ দিয়ে কোনও ক্রমে প্রাণ বেঁচেছে বহু শ্রমিকের।

11:25 AM (3 বছর আগে)

কারণ জাতে তদন্ত

Posted by :- pritam

আগুনের কারণ জানতে সঠিক তদন্তের আশ্বাস মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। 

9:58 AM (3 বছর আগে)

দমকলের সতর্কতামূলক পদক্ষেপ

Posted by :- pritam

আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতার সঙ্গে কাজ করে দমকল। সতর্কতা হিসেবে ৩টি ইঞ্জিন মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

9:57 AM (3 বছর আগে)

ক্ষতিপূরণ ঘোষণা

Posted by :- pritam

পুনে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন আদার পুনাওয়ালা। 

Advertisement