Advertisement

কারও গলায় সাপ জড়ানো, কারও হাতে; সমস্তিপুরে জমজমাট সাপের মেলা

রাস্তায় গিজগিজ করছে ভিড়। শয়ে শয়ে পুরুষ ও মহিলা। প্রত্যেকের গলায় জড়ানো সাপ। নাগপঞ্চমী উপলক্ষে বিহারের সমস্তিপুর জেলায় প্রতিবারই বসে এই সাপের মেলা। স্থানীয়দের বিশ্বাস এই মেলা দেখতে এলে মনোবাসনা পূর্ণ হয়। স্থানীয়দের দাবি, শতাধিক বছর ধরে এই মেলা চলছে। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন এখানে।

Advertisement
POST A COMMENT