মানুষের জীবনে ওষুধের ভূমিকা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। প্রায় প্রত্যেক বাড়িতেই প্রতি মাসে কিছু না কিছু ওষুধ কেনা হয়। এমন মানুষও আছেন, যাঁদের বেঁচে থাকাটা অনেকটাই নির্ভর করে ওষুধের উপর। যদি এই জীবনদায়ী ওষুধগুলিই নকল হয়, তবে এটি আপনার জন্য মারাত্মকও হতে পারে। সম্প্রতি তেলেঙ্গানায় প্রায় 34 লক্ষ টাকার চক পাউডারযুক্ত জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। যা দেখে চক্ষুচড়ক গাছ পুলিশের। যা নিয়ে ইতিমধ্যে চিন্তায় পড়ে গেছেন রোগিরা। বাজারে এই ধরনের ফেক ওষুধ খেয়ে যে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
Chalk in your tablet? How you can spot fake medicines