scorecardresearch
 
Advertisement

PROBA-3 Mission: ইসরোর সফল উৎক্ষেপণ, সূর্য রহস্য জানতে মহাকাশে পাড়ি দিল Proba-3

PROBA-3 Mission: ইসরোর সফল উৎক্ষেপণ, সূর্য রহস্য জানতে মহাকাশে পাড়ি দিল Proba-3

সূর্য রহস্য ভেদে অভিযান সফল ইসরোর। পূর্বনির্ধারিত সময় অনুসারে বৃহস্পতিবার বিকেল ৪টে ৪ মিনিটে শুরু হল ইসরোর Proba 3 মিশন ৷ ISRO, ৪ ডিসেম্বর ২০২৪-এ প্রোবা-৩-এর উৎক্ষেপণ স্থগিত করার পরে, এটি আজ অর্থাৎ ৫ ডিসেম্বর ২০২৪-এ বিকাল ৪:০৪ টায় চালু উৎক্ষেপন হয়। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ১ থেকে PSLV-XL রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। মাত্র ২৬ মিনিটের পরেই, ISRO-র রকেট স্যাটেলাইটগুলিকে মহাকাশে স্থাপন করে।

Advertisement