scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee-Naveen Patnaik Meeting: সাইক্লোন হলে বাংলা-ওড়িশায় প্রভাব পড়ে, নবীনজির নেতৃত্বের প্রশংসা মমতার

Mamata Banerjee-Naveen Patnaik Meeting: সাইক্লোন হলে বাংলা-ওড়িশায় প্রভাব পড়ে, নবীনজির নেতৃত্বের প্রশংসা মমতার

সাক্ষাৎ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডির নেতা নবীন পট্টনায়েকের। বৃহস্পতিবারের এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেই জানান দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে নবীন পট্টনায়েকের প্রশংসায় পঞ্চমুখ মমতা। ২০২৪-এর লোকসভা ভোট, বাংলার অতিথিশালার জন্য জমি নিয়ে আলোচনার কথা জানান। বৈঠক শেষে মমতা বলেন, "যে সাইক্লোনটি ওড়িশায় আসে, তাই আসে বাংলায়। ওড়িশায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে, একই জিনিস হয় বাংলায়। ওড়িশা যে সমস্যায় পড়ে, বাংলা একই সমস্যার মধ্যে দিয়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করি সমস্ত কিছুর মধ্যেও সুসম্পর্ক বজায় রাখতে। নবীনজির নেতৃত্ব দারুণ। আমি নবীনজির কাজে খুবই সন্তুষ্ট।"

Advertisement