শীতের বারাণসী পরিষাযী পাখিদের ভিড়। সুদূর সাইবেরিয়া থেকে ঝাঁকেঝাঁকে পরিযায়ী পাখি প্রতিবছরের মতো এবারও ভিড় জমিয়েছে গঙ্গার ঘাটে। মোহময়ী বারাণসীর ঘাটে এখন কেবল কিচিরমিচির শব্দ। এই পাখিরা একদিনে ২০০ মাইল পর্যন্ত ভ্রমণ করতে পারে। তারা সাধারণত নভেম্বরে বারাণসীতে আসে এবং দুই থেকে তিন মাস পর্যন্ত থাকে।