scorecardresearch
 
Advertisement

Strong Winds: ঝোড়ো হাওয়ায় অটোরিকশা রাস্তা থেকে ধানক্ষেতে, উল্টে গেল বাইক, VIDEO

Strong Winds: ঝোড়ো হাওয়ায় অটোরিকশা রাস্তা থেকে ধানক্ষেতে, উল্টে গেল বাইক, VIDEO

বুধবার সন্ধ্যায় কেরালার কুমারাকমে তীক্ষ্ণ বৃষ্টি এবং তীব্র বাতাসে আঘাত হেনেছে, যার ফলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে ঝোড়ো হাওয়ায় একজন মোটরসাইকেল চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারান। প্রবল বাতাসের একটি অটোরিকশা রাস্তা থেকে ধানক্ষেতে পড়ে যায়। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি।ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) কেরালার সাতটি জেলা - পাঠানামথিট্টা, ইদুক্কি, এরনাকুলাম, কোঝিকোড়, ওয়েনাদ, কান্নুর এবং কাসারাগোদে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে একটি কমলা সতর্কতা জারি করেছে। গত দুদিন ধরে ভারী বৃষ্টির জন্য পাথানামথিট্টা ও ইদুক্কি জেলার পাহাড়ি এলাকায় রাতের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

Advertisement