বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর থেকে বাতিল হয়েছে বহু ট্রেন। আর আঁটকে পরা যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে একেবারে ফ্রিতে বাস পরিষেবা চালু করল ওড়িশা সরকার। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হল ওড়িশা ৷ রোজ হাজার হাজার মানুষ ওড়িশা থেকে কলকাতায় আসা যাওয়া করেন ৷ তাদের বেশিরভাগকেই যাতায়াতের জন্য ট্রেনের উপর নির্ভর করে থাকতে হয় ৷ তবে দুর্ঘটনার কারণে আপাতত ব্যাঘাত ঘটেছে ট্রেন পরিষেবায় ৷ বাতিল হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন ৷ অনেক ট্রেনের রুটে বদল আনা হয়েছে ৷ যাত্রীদের এই সমস্য়া দূর করার জন্য বিশেষ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার তিনি ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ নিখরচায় এই বাসে যাতায়াত করা যাবে। দিনে 50টি করে বাস চলবে।
Odisha CM Naveen Patnaik announces free bus service to Kolkata