অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কাশিবুগ্গায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশীর ভিড়ের জেরে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ১০ জনের। উদ্ধার অভিযান এখনও চলছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভিড়ের মধ্যে রেলিং ভেঙে পড়ে। ভিড় সামলাতে যথাযথ ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। তার জেরেই প্রাণ গেল ১০ জনের।