উল্টো রথের দিন ত্রিপুরার ঘটল বড়সড় অঘটন। হাইটেনশন তারের সঙ্গে লোহার রথের সংস্পর্শ অনেকগুলো প্রাণ কেড়ে নিল। বিদ্যুৎপৃষ্ট হয়ে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে শিশুসহ 6 জনের। আহত 20 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা ভালো নয়। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উল্টো রথের দিন ছুটি শেষে জগন্নাথ আবার নিজের বাড়ি ফিরে যান। সেই মতো ত্রিপুরার কুমারঘাটের ইসকন মন্দিরের উদ্যোগেও ঘটা করে এই উল্টো রথের আয়োজনও করা হয়েছিল। তখন তো আর বোঝা যায়নি, যে আনন্দটা এক মুহূর্তে দুঃখে পাল্টে যাবে। রথ দেখতে রাস্তায় তখন প্রচুর মানুষের ভিড়। হঠাৎই রথের উপর 133 কেভির বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সঙ্গে সঙ্গে রথের দড়ি ধরে থাকা বেশ কয়েকজন বিদ্যুৎপৃষ্ঠ হন। মুহূর্তেই 6 জনের শরীরে আগুন লেগে ঘটনাস্থলে মৃত্যু হয়। এর মধ্যে দুজন শিশুও ছিল। এদিকে গুরুতর আহতদের কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁদের ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। খুব স্বাভাবিক যে এই ঘটনায় মন খারাপ ত্রিপুরাবাসী। সেই সময় সেখানে উপস্থিত অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আসলে দুর্ঘটনা তো আর বলে আসে না। আসলে দিনটাতে আবহাওয়াটাও তেমন ভালো ছিল না। সকল থেকেই বৃষ্টি হচ্ছিল। কিন্তু রথ বেরনোর আগে কেন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হল না, সেই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি ঘটনাস্থলে যান। বিষয়টা মর্মান্তিক। তিনি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন।
Tripura: Chariot Catches Fire During Rath Yatra, 6 Dead, 15 Injured.