গণপতির উৎসবে মেতে উঠেছে মহারাষ্ট্র। প্রত্যেকটি মানুষ অপেক্ষা করে গণেশ পুজোর জন্য। ধুমধাম করে পুজো হয় মুম্বইয়-সহ গোটা মহারাষ্ট্রে। তবে মুম্বইয়ের সবচেয়ে ঐতিহ্যশালী ও জনপ্রিয় লালবাগচা রাজার পুজো। মারাঠি ভাষায় গণপতিকে বলা হয় লালবাগচা রাজা। আর এই পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। প্রতিবছর গণেশ উৎসবে ভক্তরা লালবাগচা রাজাকে প্রচুর দান করেন। প্রথমদিনই লালবাগচা রাজাকে দেখতে আসেন ২৫ লাখের বেশি ভক্ত। গণপতিকে উপহার হিসেবে দেওয়া হয় টাকা, সোনা-রুপোর জিনিস ও গয়না। সেই দানের গণনা শুরু হয়েছে বুধবার থেকে।