২১ সেপ্টেম্বর মহালয়া। ওই দিন বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দেবীপক্ষের সূচনায় সূর্যগ্রহণ খুবই তাৎপর্যপূর্ণ। ওই দিন কি তর্পণ করতে পারবেন? অশুভ সময় কতক্ষণ থাকবে? ২১ সেপ্টেম্বর রাতে সূর্যগ্রহণ। ভারতীয় সময় রাত ১১টায় শুরু। শেষ হবে ৩টে ২৪ মিনিটে। মোট ৪ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলবে গ্রহণ। ভারতের আকাশে দেখা যাবে না এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশে গ্রহণ দেখা যাবে। ফলে ভারতে কোনও অশুভ সময় থাকছে না। তর্পণ ও অন্যান্য ধর্মীয় কাজে কোনও বাধা নেই।