scorecardresearch
 
Advertisement

VIDEO: কালীপুজোয় এই মন্দির হয়ে ওঠে সর্বধর্মের মিলনস্থল

VIDEO: কালীপুজোয় এই মন্দির হয়ে ওঠে সর্বধর্মের মিলনস্থল

মালদার সীমান্ত সংলগ্ন আগমপুর গ্রামে ঘন জঙ্গলে, গাছের নিচ থেকে পাওয়া এক শিলা দিয়ে ১৯৬০ সালে শুরু হওয়া কালীপুজোকে ঘিরে মহামায়া মন্দির প্রাঙ্গন এখনো হয়ে ওঠে সর্বধর্মের মিলনস্থল। গাছের নিচে আজও নিষ্ঠা আর ভক্তির সঙ্গে পূজিত হন মা মহামায়া। কথিত আছে, মালদা শহরে এক বাসিন্দা তাদের আম বাগান দেখতে, এখানে প্রায় প্রতিদিনই আসতেন। এবং বসতেন একটি নির্দিষ্ট গাছের নিচে।হঠাৎই তিনি একদিন স্বপ্নাদেশ পান, এই গাছের নিচে মায়ের শিলা রয়েছে। পরের দিন গাছের নিচে খোঁজ করলে মেলে সেই শিলার সন্ধান। তখন থেকেই সেই গাছের নিচে শুরু হয় পূজার্চনা। পরবর্তীতে ধীরে ধীরে পাশে তৈরি হয় মন্দির। বর্তমানে এলাকার হিন্দু- মুসলিম সহ সর্বধর্ম সমন্বয়ের মিলনস্থল এই মহামায়া মন্দির প্রাঙ্গণ।

Goddess Mahamaya has been worshiped under a tree in Agampur Malda

Advertisement