কার্তিক মাসে ভগবান জগন্নাথের পবিত্র 'আরতি' এবং 'দর্শনের' জন্য ভক্তরা ভিড় করেছেন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে। এ দিন সকাল থেকেই মন্দিরের বাইরে লাইন পড়ে গিয়েছে। ভক্তরা অধীর আগ্রহে ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষায় রয়েছেন।