আগামী বছরেই বিরাট মাইনে বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কীভাবে? বর্তমানে ডিএ ৫৫ শতাংশ। তা ৩ শতাংশ বেড়ে পৌঁছতে পারে ৫৮ শতাংশে। আগামী বছর জানুয়ারিতে আরও ২ শতাংশ বাড়লে সহজেই তা পৌঁছে যাবে ৬০ শতাংশে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন চালু হবে। এই ৬০ শতাংশ তখন বেসিক স্যালারির অংশ হয়ে যাবে। ফলে এক লপ্তে ৬০ শতাংশ মাইনে বেড়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এর সঙ্গে ডিএ তো আছেই। ডিএ-র হিসেব শুরু হবে আবার শূন্য থেকে। যেমনটা সপ্তম বেতন কমিশন চালুর সময় ২০১৬ সালে হয়েছিল।