ডিএ নিয়ে বড় খবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়িতে হতে চলেছে ধনবর্ষা। কেন? আসলে ৬০ শতাংশে পৌঁছতে পারে ডিএ। সহজ হিসেবে বুঝে নিন, এখন ৫৫ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় কর্মচারীরা। জুলাই মাসে বাড়তে পারে ৩ শতাংশ। ডিএ গিয়ে দাঁড়াবে ৫৮ শতাংশ। আবার জানুয়ারিতে ২ শতাংশ বাড়ার সম্ভাবনা। ৫৮ আর ২ যোগ করলে ৬০ শতাংশ। এদিকে আবার ২০২৬ সালেই চালু হতে পারে অষ্টম বেতন কমিশন। তারপর ৬০ শতাংশ ডিএ হয়ে যাবে বেসিক স্যালারির অংশ। আবার ডিএ শুরু হবে শূন্য থেকে! ফলে লাভই লাভ।