এসে গেছে সপ্তম বেতন কমিশনের অন্তিম পর্যায়। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার DA ঘোষণা করতে চলেছে। উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এখন প্রশ্ন হল, সপ্তম বেতন কমিশনের শেষবার ডিএ কত টাকা বাড়বে? জুলাই মাসের বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢোকে অক্টোবরে। উত্সবের মরসুম শুরুর ঠিক মুখে। গত মার্চ মাসে ২ শতাংশ ডিএ ঘোষণা করেছিল কেন্দ্র। সরকারি কর্মীদের ডিএ ৫৩ শতাংশথেকে বেড়ে ৫৫ শতাংশ হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ওই ডিএ কার্যকর হয়েছিল। অনুমান, এবার ডিএ ৪% পর্যন্ত বাড়তে পারে। ফলে মোট ডিএ দাঁড়াতে পারে ৫৪% বা তার বেশি। এই বাড়তি ডিএ ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে এবং অগাস্ট বা সেপ্টেম্বর মাসের বেতনে (জুলাই মাসের জন্য অ্যারিয়ার-সহ) তার প্রতিফলন দেখা যাবে। সপ্তম বেতন কমিশনেই যদি ৬০ শতাংশ হয়ে যায় ডিএ, তাহলে বেতন একলাফে ১৪ শতাংশ বেড়ে যেতে পারে।