বড় বড় কর্পোরেট অফিসের বসদের চেয়ে বেশি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি স্টোনোগ্রাফার, জুনিয়র ক্লার্করা! বিশ্বাস হচ্ছে না? এই পুরো খবরটা জানলে থ হয়ে যাবেন! শিগগির চালু হতে চলেছে অষ্টম বেতন কমিশন। মাইনে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এখন স্টোনোগ্রাফার, জুনিয়র ক্লার্কের মতো লেভেল ৪ কর্মচারিরা মাসে পাচ্ছেন ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এটা বেড়ে কত হবে? শোনা যাচ্ছে, স্টেনোগ্রাফার-জুনিয়র ক্লার্কদের বেসিক স্যালারি হতে পারে ৭২,৯৩০। মানে, এক লাফে ৪৭ হাজার টাকা। এর সঙ্গে DA, HRA-এর মতো ভাতা তো আছেই। সবমিলিয়ে মাসে হাতে আসবে লাখের কাছাকাছি!bangla.aajtak.in।