Rules Changing from 1 September 2024: আর্থিক বছরের নিরিখে সেপ্টেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তাই সেপ্টেম্বর মাসে একাধিক আর্থিক নিয়মের বদল ঘটছে, যার প্রভাব সরাসরি আপনার পকেটে পড়বে। এই বদলগুলি মধ্যে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম, ফ্রি আধার কার্ড আপডেটের ডেডলাইন, ক্রেডিট কার্ড।
১. রান্নার গ্যাসের দাম
কেন্দ্র সাধারণত প্রতিমাসের ১ তারিখ রান্নার গ্যাসের দামে বদল ঘটায়। ঘরোয়া গ্যাস সিলিন্ডার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, দুটি ক্ষেত্রেই দামের বদল ঘটে। তাই ১ সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দামের বদল ঘটার সম্ভাবনা রয়েছে। গত মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে ৮.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তার আগে জুলাইয়ে ৩০ টাকা কমানোও হয়েছিল।
২. বিমানের জ্বালানি ও সিএনজি-পিএনজির দামে বদল
পেট্রোলিয়াম সংস্থাগুলি প্রতিমাসের পয়লা তারিখে জেট ফুয়েল, সিএনজি ও পিএনজি-র দাম সংশোধন করে। ১ সেপ্টেম্বর ২০২৪-এও বদল দেখা যেতে পারে। যার প্রভাব পড়বে পরিবহণে। বিশেষ করে বিমানের টিকিটের দামে প্রভাব পড়তে পারে।
৩. ফেক ফোন কলে লাগাম
দেশের টেলিকম নিয়ামক সংস্থা TRAI, ১ সেপ্টেম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে প্রতারণা করে, সেই সব সাইবার অপরাধীদের গতিবিধি নজর রাখতে টেলিকম সম্পর্কিত নিয়মের বদল করবে। ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রে গাইডলাইনও জারি করে দিয়েছে ট্রাই। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল-কে ট্রাই জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৪০ নম্বর সিরিজে শুরু হওয়া টেলিমার্কেটিং কল ও ব্যবসায়িক মেসেজ মেসেজিং ব্লক চেন বেস ডিস্ট্রিবিউট লেজার টেকনোলজি প্ল্যাটফর্মে শিফট করে দিতে হবে। তাতে গ্রাহকদের সিকিউরিটি বাড়বে ও এই ফোন কল আসাও কমে যাবে।
৪. ক্রেডিট কার্ডের নতুন নিয়ম
১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ক্রেডিট কার্ডের নিয়মেও বদল ঘটছে। HDFC ব্যাঙ্কের মতো বেসরকারি বড় ব্যাঙ্কগুলি ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণের পরিকল্পনা করে নিয়েছে। যার নির্যাস, ক্রেডিট কার্ডে লেনদেনে প্রতি মাসে গ্রাহক ২০০০ পয়েন্টের বেশি পাবেন না। এছড়াও অন্যান্য বেসরকারি ব্যাঙ্কগুলিও যেমন IDFC First ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম টাকার অঙ্ক কমিয়ে দিচ্ছে। পেমেন্টের শেষ তারিখও ১৮ থেকে কমিয়ে ১৫ তারিখ করে দিচ্ছে।
৫. সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে
সেপ্টেম্বর মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বাড়ার কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এখনও পর্যন্ত যা খবর, সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। অর্থাত্ ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ ডিএ হয়ে যাবে সরকারিকর্মীদের।
৬. আধার কার্ড আপডেট ফ্রি
বর্তমানে আধার কার্ড আপডেট ফ্রি-তেই করছে UIDAI। এই ফ্রি আপডেটের ডেডলাইন ১৪ জুন থেকে বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করেছিল। তার মধ্যে কেউ না করলে, পরে তাঁকে ৫০ টাকা দিয়ে আপডেট করাতে হবে। এই পরিষেবা শুধুমাত্র অনলাইনেই পাওয়া যায়।