scorecardresearch
 

Adani Group FPO News : ২০ হাজার কোটি টাকার FPO বাতিল আদানি গোষ্ঠীর, ফেরত দেওয়া হবে অর্থ

এটা বুঝে নেওয়া দরকার যে ফলো অন পাবলিক অফার (FPO) আসলে কী? কোনও সংস্থার জন্য অর্থ সংগ্রহের কিছু উপায় থাকে। যে সংস্থা আগে থেকেই শেয়ার মার্কেটের অন্তর্ভুক্ত, তারা বিনিয়োগকারীদের জন্য নতুন শেয়ার অফার করে। এই শেয়ার বাজারে মজুদ শেয়ারের থেকে ভিন্ন।

Advertisement
গৌতম আদানি গৌতম আদানি
হাইলাইটস
  • আদানি গোষ্ঠীর বড় সিদ্ধান্ত
  • বাতিল এফপিও
  • ফেরত দেওয়া হবে টাকা

নিজেদের FPO বাতিল করল আদানি গোষ্ঠী। এই বিষয়ে, আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, বাজারে অস্থিরতার পরিপ্রেক্ষিতে সংস্থার  বোর্ড FPO বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। গৌতম আদানি আরও বলেন, সংস্থার উদ্দেশ্য হল শেয়ার বাজারের উত্থান-পতনের পরিপ্রেক্ষিতে তার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। তাই তাঁরা FPO থেকে প্রাপ্ত অর্থ ফেরত দিচ্ছেন এবং এর সঙ্গে সম্পর্কিত লেনদেনে ইতি টানছেন।

FPO কী?
এটা বুঝে নেওয়া দরকার যে ফলো অন পাবলিক অফার (FPO) আসলে কী? কোনও সংস্থার জন্য অর্থ সংগ্রহের কিছু উপায় থাকে। যে সংস্থা আগে থেকেই শেয়ার মার্কেটের অন্তর্ভুক্ত, তারা বিনিয়োগকারীদের জন্য নতুন শেয়ার অফার করে। এই শেয়ার বাজারে মজুদ শেয়ারের থেকে ভিন্ন।

বুধবার, আদানি গ্রুপের চেয়ারম্যান সংস্থার বোর্ড মিটিংয়ে বলেন, "আমাদের FPO-তে আপনাদের সমর্থন এবং প্রতিশ্রুতির জন্য সমস্ত বিনিয়োগকারীদের ধন্যবাদ। FPO-র জন্য সাবস্ক্রিপশন মঙ্গলবারই বন্ধ করা হয়। গত সপ্তাহে অস্থিরতা থাকা সত্ত্বেও সংস্থা, এর ব্যবসা এবং এর ব্যবস্থাপনার প্রতি আপনাদের আস্থা অত্যন্ত আশ্বস্ত করেছে, ধন্যবাদ"।

গৌতম আদানি বলেন, বর্তমানে বাজারে অভূতপূর্ব উত্থানপতন চলছে এবং তাঁদের শেয়ারের দাম দিনভর ওঠানামা করছে। এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে, সংস্থার বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে FPO প্রক্রিয়া চালিয়ে যাওয়া নৈতিকভাবে সঠিক হবে না। সংস্থার কাছে, বিনিয়োগকারীদের স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্ভাব্য আর্থিক ক্ষতি থেকে তাঁদের রক্ষা করার জন্য, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে FPO চালু রাখা হবে না।

আরও পড়ুন - সামনের সপ্তাহের শুরুতেই বুধের আশীর্বাদ, ৫ রাশির রাতারাতি খুলতে পারে কপাল


 

Advertisement