scorecardresearch
 

Gold Price In Kolkata: টানা ওঠার পর কমল সোনার দাম, কলকাতায় কতটা সস্তা হল?

Gold-Silver Price Rate: হলুদ ধাতুর দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল মার্কিন ডলারের দুর্বলতা। মার্কিন ফেড ব্যাঙ্ক চলতি আর্থিকবর্ষে ০.২৫ শতাংশ সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। মনে করা হচ্ছে,চলতি বছরে আরও বাড়বে সোনার দাম। এ দেশের বাজারে সোনার দাম ৬০ হাজারের কাছাকাছি চলে যেতে পারে। 

Advertisement
বিয়ের বাজারে কমল সোনার দাম। বিয়ের বাজারে কমল সোনার দাম।
হাইলাইটস
  • কলকাতায় সোনার দাম সামান্য কমল।
  • কলকাতায় ৫২ হাজারের ঘরে সোনার দর।

মাঘ মাসে মানে বাঙালির বিয়েবাড়ি। স্বাভাবিকভাবে সোনার চাহিদাও বেশি থাকে। মার্কিন ফেডারেল ব্যাঙ্কের সিদ্ধান্তে  আকাশ ছোঁয়া সোনার দাম। বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়াতে শুরু করায় ডলার আরও শক্তিশালী হয়েছে। তার প্রভাব পড়েছে সোনার দরে। 

বুধবার, ২৫ জানুয়ারি সামান্য কমেছে সোনার দাম। গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, বুধবার ২৫ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫২,৭০০ টাকা। মঙ্গলবারের তুলনায় দামের কোনও পরিবর্তন হয়নি। ২৪ ক্যারেট ২৪ ক্যারেট সোনা বিকোচ্ছে ৫৭,৪৯০ টাকায়।  বুধবার কলকাতায় রূপোর দাম দাঁড়িয়েছে প্রতি কেজি ৭২,৫০০ টাকায়।

সোনা-রূপোর দাম নিয়ে কামা গয়নার এমডি কলিন শাহ জানান,'জানুয়ারিতে প্রায় ৪ শতাংশ বেড়েছে সোনার দাম। নভেম্বরের সর্বনিম্ন স্তর থেকে প্রতি ১০ গ্রামে ৭০০০ টাকার বেশি বেড়েছে। তার আগে প্রতি ১০ গ্রামের দাম ৫০,০০০ টাকার নীচে ছিল।'কলকাতায় সোনার দাম ৫২.২১৩ টাকা। আর ৬৮,৩২০ টাকায় বিকোচ্ছে এক কেজি রুপো। 

হলুদ ধাতুর দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল মার্কিন ডলারের দুর্বলতা। মার্কিন ফেড ব্যাঙ্ক চলতি আর্থিকবর্ষে ০.২৫ শতাংশ সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। মনে করা হচ্ছে,চলতি বছরে আরও বাড়বে সোনার দাম। এ দেশের বাজারে সোনার দাম ৬০ হাজারের কাছাকাছি চলে যেতে পারে। 

সোনার গয়না তৈরি করতে গেলে মজুরি ও জিএসটি দিতে হবে। স্বাভাবিকভাবে গয়নার দাম আরও বেশি হবে।নিজের বাড়িতে বসেই সোনা ও রুপোর দাম জানতে পারেন। 8955664433 নম্বরে মিসড কল দিয়ে দাম জানতে পারেন ক্রেতারা। সোনা কেনার আগে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে দেবেন। দেখবেন তাতে হলমার্ক আছে কিনা। 

আরও পড়ুন- মধ্যবিত্তের হাতে আসবে টাকা, বাজেটে যে ৫ উপহারের ইঙ্গিত নির্মলার!

Advertisement

Advertisement