scorecardresearch
 

HDFC Bank Shares Slide: বুধে ১ লক্ষ কোটি, বৃহস্পতিবার ৩৫ হাজার কোটি সাফ, ধাক্কা HDFC ব্যাঙ্কের

গতকাল, বুধবার HDFC ব্যাঙ্কের শেয়ার ৮.৪৪ শতাংশ কমেছিল। বৃহস্পতিবার আরও ৪ শতাংশ পড়েছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের শেয়ারের দর পতনের কারণে বাজার মূলধনে ধাক্কা খেয়েছে। আজ HDFC ব্যাঙ্কের শেয়ার ৩.৬৮ শতাংশ কমে পৌঁছেছে ১,৪৮০ টাকায়।। গত দুই দিনে এর স্টক কমেছে ১২.৪৪ শতাংশ। 

Advertisement
HDFC Bank HDFC Bank
হাইলাইটস
  • বুধবার HDFC ব্যাঙ্কের শেয়ার ৮.৪৪ শতাংশ কমেছিল।
  • বৃহস্পতিবার আরও ৪ শতাংশ পড়েছে।

গত দুই দিন ধরে নিম্নমুখী দেশের শেয়ারবাজার। প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় আজ, বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স পড়েছে ২৮৭.৬২ অঙ্ক। নিফটি ১১২ অঙ্ক কমেছে। শেয়ার বাজারে ব্যাপক পতনের নেপথ্যে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। গত দুদিনে ১২ শতাংশের বেশি পড়েছে এই শেয়ার। মার্কেট ক্যাপেও ব্যাপক ক্ষতি হয়েছে। 

গতকাল, বুধবার HDFC ব্যাঙ্কের শেয়ার ৮.৪৪ শতাংশ কমেছিল। বৃহস্পতিবার আরও ৪ শতাংশ পড়েছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের শেয়ারের দর পতনের কারণে বাজার মূলধনে ধাক্কা খেয়েছে। আজ HDFC ব্যাঙ্কের শেয়ার ৩.৬৮ শতাংশ কমে পৌঁছেছে ১,৪৮০ টাকায়।। গত দুই দিনে এর স্টক কমেছে ১২.৪৪ শতাংশ। 

গত দুই দিনে বিশাল পতনের কারণে ব্যাঙ্কের বাজার মূলধন ১.৩৫ লক্ষ কোটি টাকা কমেছে। মঙ্গলবার HDFC-এর বাজার মূলধন ছিল ১২,৭৪,৭৪০.২২ কোটি টাকা। গত দুই দিনে বিরাট পতনের কারণে বাজার মূলধন দাঁড়িয়েছে ১১,৩৯,৫১৮ কোটি টাকা।

আরও পড়ুন

বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি-র বিরাট পতনের আগে মঙ্গলবার কোম্পানিটি ডিসেম্বর ত্রৈমাসিকের আর্থিক ফল ঘোষণা করেছিল। ব্যাঙ্কের ত্রৈমাসিক আর্থিক ফল, লাভজনক। HDFC ব্যাঙ্কের ডিসেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ১৬,৩৭২ কোটি টাকার মুনাফা করেছে। দুই দিনে মার্কেট ক্যাপে ১.৩৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

কেন এইচডিএফসি শেয়ার এত কমছে? 

ডিসেম্বর ত্রৈমাসিকের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় ব্যাঙ্কের আমানত কমেছে। এ ছাড়া বিনিয়োগকারীদের উচ্চ তহবিল ব্যয় এবং দুর্বল নিট সুদের মার্জিনের কারণে চাপে শেয়ার। নোমুরা ইন্ডিয়া বলছে, এইচডিএফসি ব্যাঙ্ক ঋণ বৃদ্ধির তুলনায় আমানত বৃদ্ধি পেয়েছে। যা উদ্বেগের বিষয়। আগামী সময়ে আমানত কমতে পারে।

Advertisement

Advertisement