scorecardresearch
 

West Bengal Jobs News: একাধিক খালি পদে অশিক্ষক কর্মী নিয়োগ রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ে, সর্বোচ্চ মাইনে ১ লক্ষ ৪৪ হাজার টাকা, রইল সব তথ্য

Bankura University Recruitment: রেজিস্ট্রার পদে মাইনে প্রথমে হবে ১,৪৪,২০০ টাকা। উপাচার্যের সচিব এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মাইনে হবে যথাক্রমে ৩৭,১০০ এবং ৩৫,৮০০ টাকা।

Advertisement
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে নিয়োগ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে নিয়োগ
হাইলাইটস
  • কোন কোন পদে কত মাইনে?
  • কোন পদে কী যোগ্যতা?
  • কীভাবে আবেদন করা যাবে?

West Bengal Jobs: পশ্চিমবঙ্গের (West Bengal Recruitment) অন্যতম নামী সরকারি বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় (Bankura University) একাধিক উচ্চপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। UGC 7th Pay Commission বা সপ্তম বেতন কমিশন অনুযায়ীই মাইনে। এই নিয়োগের মধ্যে শিক্ষক ও অশিক্ষক, দুই ক্ষেত্রেই খালি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। প্রতিটি পদেই নিয়োগ করা হবে ইন্টারভিউয়ে বাছাইয়ের মাধ্যমে। 

কোন কোন পদে কত মাইনে?

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রার, উপাচার্যের সচিব, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ২ পদে নিয়োগ হবে। প্রতি ক্ষেত্রেই ১টি করে শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রার পদের জন্য আবেদনকারীদের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। যোগ্য ব্যক্তির ক্ষেত্রে বয়ঃসীমা শিথিল করাও হতে পারে। সে ক্ষেত্রে যোগ্যতাই হবে প্রধান মাপকাঠি। রেজিস্ট্রার পদে মাইনে প্রথমে হবে ১,৪৪,২০০ টাকা। উপাচার্যের সচিব এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মাইনে হবে যথাক্রমে ৩৭,১০০ এবং ৩৫,৮০০ টাকা।

আরও পড়ুন

কোন পদে কী যোগ্যতা?

রেজিস্ট্রার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েশনে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর আবশ্যিক। সপ্তম বেতন কমিশন অনুযায়ী, ৭০০০ টাকা এজিপি স্কেলে সিনিয়র লেকচারার/ রিডার/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১৫ বছর কাজের বা ৮০০০ টাকা এজিপি স্কেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে মোট ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া, কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণার কাজের অভিজ্ঞতা থাকলে বা ডেপুটি রেজিস্ট্রার পদে ৮ বছর এবং মোট ১৫ বছর প্রশাসনিক পদে কাজের অভিজ্ঞতা থাকলেও রেজিস্ট্রার পদে আবেদন করা যাবে। যাঁদের ডক্টরেট ডিগ্রি বা কোনও উল্লেখযোগ্য প্রকাশিত গবেষণার কাজ রয়েছে বা কোনও সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে উচ্চ প্রশাসনিক পদে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই পদে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

উপাচার্য বা ভাইস চ্যান্সেলরের সচিব পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হতে হবে স্নাতক। সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কোনও উচ্চপদস্থ কর্তার ব্যক্তিগত সহকারী পদে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন। এছাড়া কম্পিউটার সম্পর্কিত জ্ঞান এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ২ পদের জন্য সায়েন্সে অনার্স বা অন্য কোনও পেশাদারি ডিগ্রির সঙ্গে টেকনিক্যাল জ্ঞান এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন-এ ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়া কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম ৩ বছর ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

কীভাবে আবেদন করা যাবে?

সব পদের জন্যই প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।   http://www.bankurauniv.ac.in/ লিঙ্কে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।  রেজিস্ট্রার, উপাচার্যের সচিব এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদগুলিতে আবেদনের জন্য যথাক্রমে ১৫০০, ১০০০ এবং ৭৫০ টাকা জমা দিতে হবে। 

Advertisement