ফুরফুরে মেজাজে দেখা গেল বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোট পর্ব মিটে গেছে বর্ধমান-দুর্গাপুরে। নিউটাউনের মর্নিং ওয়াকে দেখা গেল দিলীপ ঘোষকে। ক্রিকেট খেললেন বাচ্চাদের সঙ্গে। কখনও ব্যাট করলেন আবার কখনও বল। খোশ মেজাজে থাকা দিলীপ ঘোষ জানালেন, 'দিলীপ ঘোষ নিজের জোরে জেতে'।