scorecardresearch
 

কৈলাস খেরের সঙ্গে মঞ্চ ভাগ নিশীথের, কোচবিহারে গান গেয়ে মাতিয়ে দিলেন অনুষ্ঠান

তাঁর গান শুনে অবাক কোচবিহার। তিনি কোচবিহারে বিজেপির তরুণ মুখ সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। কোচবিহারের রাজপ্রাসাদের মাঠে কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় মহোৎসবে অন্য ভাবে বিজেপি সাংসদকে পেলেন কোচবিহারের মানুষ।

Advertisement
শিল্পী কৈলাস খের এবং সাংসদ নিশীথ প্রামাণিক। কোচবিহারে গান গেয়ে মাতিয়ে দিলেন সাংসদ। ছবি: বেলা কুণ্ডু শিল্পী কৈলাস খের এবং সাংসদ নিশীথ প্রামাণিক। কোচবিহারে গান গেয়ে মাতিয়ে দিলেন সাংসদ। ছবি: বেলা কুণ্ডু
হাইলাইটস
  • তাঁর গান শুনে অবাক কোচবিহার
  • শিল্পী কৈলাস খেরের সঙ্গে গলায় গলা মিলিয়ে
  • তিনি কোচবিহারে বিজেপির তরুণ মুখ, সাংসদ নিশীথ প্রামানিক

গান গাইলেন তিনি। তা-ও শিল্পী কৈলাস খের (Kailsh Kher)-এর সঙ্গে গলায় গলা মিলিয়ে। এতদিন যাঁকে কোচবিহার (Cooch Behar) বারংবার দেখেছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করতে, সেই গলাতেই 'তেরে নাম মে খো যায়ু মে.... সঁইয়া'

তাঁর গান শুনে অবাক কোচবিহার। তিনি কোচবিহারে বিজেপির তরুণ মুখ সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। কোচবিহারের রাজপ্রাসাদের মাঠে কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় মহোৎসবে অন্য ভাবে বিজেপি সাংসদকে পেলেন কোচবিহারের মানুষ।

উৎসবের দ্বিতীয় দিনে রাতের মঞ্চে অন্যতম আকর্ষণ ছিল বিখ্যাত সঙ্গীত শিল্পী কৈলাস খের (Kailsh Kher)-এর অনুষ্ঠান। সেই অনুষ্ঠান চলাকালীন শিল্পী নিজেই ডেকে নেন অনুষ্ঠানের বিশেষ অতিথি  বিজেপি সাংসদক নিশীথ প্রামাণিককে। এরপর চমক। তবে তা যে এমন হতে পারে, কে ভেবেছিল! কৈলাসের গানের সুরে গলায় গলা মেলান সাংসদ।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা রীতিমত চমকে যান সাংসদের এই রূপ দেখে। এতদিন তাঁরা দেখে এসেছেন রাজনীতিবিদ নিশীথকে। এবার দেখলেন শিল্পী নিশীথকে। সাংসদের গলায় গান আলাদা মাত্রা পায় অনুষ্ঠান। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছ ওই অনুষ্ঠান। উদ্বোধন করেন কেন্দ্রের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ও রাজ্যপাল জগদীপ ধনখড়৷ ছিলেন বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)-ও।

এদিকে, কোচবিহারের অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিনিধি না-থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার থেকে কোচবিহার রাজপ্রাসাদে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব শুরু হয়েছে। সেখানে রাজ্যের কোনও প্রতিনিধি ছিল না বলে জানা গিয়েছে।

আর এতেই চটেছেন রাজ্যপাল। কেন্দ্রীয় মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজপ্রাসাদে কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে এদিন রাজ্যপাল ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে, ওই অনুষ্ঠানে যে কেউ থাকতে চাইবেন।

Advertisement

তিনি বলেন, রাজ্য সরকারের কোনও প্রতিনিধি কেন নেই অনুষ্ঠানে? তাঁরা উপস্থিত থাকতে চান না, তাই কি কেউ আসেননি? কে আসতে চাইবেন না এমন অনুষ্ঠানে! ওইদিনের অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিনিধিকে মঞ্চে দেখা যায়নি বলে খবর।

 

Advertisement