ভোট যত এগিয়ে আসছে ততই যেন সভা পালটা সভায় মুখরিত হয়ে উঠছে ব্রিগেড। বাম, কংগ্রেস ও আইএসএফ-এর ব্রিগেড সমাবেশের পর আগামী ৭ তারিখ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে। তারই মাঝে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করে দেখলেন বিজেপি (BJP) নেতৃত্ব। সোমবার ব্রিগেড ঘুরে দেখেন বিজেপির নেতা নেত্রীরা। বিজেপি নেতৃত্বের দাবি, রবিবারের সভার পর বেহাল অবস্থায় পড়ে রয়েছে ব্রিগেড। সেই সমস্ত পরিস্কার পরিচ্ছন্ন করার পর সেখানে মোদীর সভায় আয়োজন করা হবে।
প্রসঙ্গত রবিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ-এর সংযুক্ত মোর্চা। সভায় রাজ্য নেতৃত্ব ছাড়াও অংশ নিয়েছিলেন বামেদের কেন্দ্রীয় নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। সভা শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় সাফাই অভিযান। কাজ চলে রাত পর্যন্ত। এরপর সোমবার সকালে ফের ব্রিগেডে সাফাই অভিযানে নামেন বাম কর্মী সমর্থকেরা। গত কয়েকবছর ধরেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই কারণে সমাবেশ চলাকালিন ব্রিগেডে খাওয়া দাওয়ার ঘটনা এখন অনেকটাই কমে গিয়েছে। পরিবর্তে খাওয়া দাওয়ার পর্ব চলে ময়দান চত্বরে।
এদিকে সম্প্রতি একাধিকবার বাংলায় এসে রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়া ও ডানলপ মাঠের সভা থেকে শিল্প, কৃষি, কর্মসংস্থান, দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। আর এবার তাঁর সভা ব্রিগেডে। এখন দেখার সেই সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কীভাবে আক্রমণ শানান মোদী।