টমেটোর ক্ষেত থেকে উদ্ধার ১৪টি বোমা। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের (East Burdwan) পূর্বস্থলীর নাদনঘাটের ডাঙাপাড়া এলাকায়। ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গেছে এলাকার একটি কবরস্থানের পাশে থলেতে ভরা ওই বোমাগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলি সুতুলি বোমা বলে জানা যাচ্ছে। এরপর সেগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এই বিষয়ে পূর্ব বর্ধমানের (East Burdwan) পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, 'পুলিশ গোপন সূত্রে খবর পায়, নাদনঘাটের ডাঙাপাড়ায় টমেটোর জমিতে বোমা রাখা রয়েছে। সেই মত পুলিশ জায়গাটিকে নিজেদের দখলে নিয়ে নেয়। মোট ১৪টি সুতুলি বোমা উদ্ধার হয়েছে। সেগুলি নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।'
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা অবিনাশ মণ্ডলের অভিযোগ, 'সম্পুর্ন রাজনৈতিক চক্রান্ত। ডাঙাপাড়া মা মাটি সরকারের শক্ত ঘাঁটি। তাই এলাকাকে অশান্ত করতে বিজেপি টাকা দিয়ে বোমা রেখেছে।'
যদিও তৃণমূলের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পালটা তাদের বিরুদ্ধেই তোপ দেগেছে বিজেপি। জেলার বিজেপি সম্পাদক সুরজিৎ কর্মকারের অভিযোগ, 'বোমা রাখার পিছনে তৃণমূলই সম্পূর্ণ ভাবে দায়ি। প্রশাসন সঠিক ভাবে তদন্ত করে দোষীদের ধরুক।' এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বসিন্দাদের মধ্যে।