রাজ্যে চলছে নির্বাচন। ইতিমধ্যেই প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় তার জন্য রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নিরাপত্তার প্রধান দায়িত্ব বাহিনীর জওয়ানদের কাঁধেই। প্রথম দপার নির্বাচনে মোটামুটি তৎপর ভাবেই নিজেদের দায়িত্ব পালন করেছেন তাঁরা। আর প্রথম দফার শেষে এবার হোলির আনন্দে মেতে উঠতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আর শুধু রং খেলাই নয়, একেবারে বক্স বাজিয়ে নেচে মাটিতে গড়াগড়িও দিলেন তাঁরা। এমন ছবিই দেখা গেল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) পিংলায়। ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সেই ভিডিও।
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত বাগানবাড় উচ্চ বিদ্যালয়ের মাঠে হোলির উৎসবে মেতে ওঠেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চলে রং মাখামাখি। সঙ্গে ছিল বড় বড় বক্সের আয়োজন। তাতে গান চালিয়ে রীতিমতো নাচতে দেখা গেল তাঁদের। সঙ্গীতের তালে তালে মাটিতে গড়াগড়ি দিয়ে চলল 'নাগিন ড্যান্স'। আর শুধু যে স্কুলের মাঠেই এই ঘটনা ঘটেছে তা নয়, পিংলা কলেজে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পেও একই ভাবে হোলির আনন্দে মেতে উঠতে দেখা যায় জওয়ানদের।
এদিকে এই কথা ছড়িয়ে পড়তেই স্কুলের বাইরে ভিড় জমান উৎসাহী জনতা। রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে বাহিনীর জওয়ানদের সেই নাচ দেখতে থাকেন তাঁরা। উৎসাহী জনতার কেউ কেউ আবার মোবাইল ক্যামেরায় ভিডিও করে রাখেন সেই নাচের দৃশ্য। একইসঙ্গে দ্রুত ভাইরালও হতে শুরু করে জওয়ানদের হোলির নাচ।