scorecardresearch
 

একে একে ঘর ছাড়ছেন পুরনো সাথীরা, টলিউডেই কি ভরসা খুঁজছেন তৃণমূলনেত্রী?

একুশের ভোট যতই এগোচ্ছে দলবদল ঘিরে ততই সরগরম হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। প্রায় প্রতিদিনই তৃণমূল কংগ্রেসে ভাঙনের খবর সামনে উঠে আসছে। নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়ক থেকে সাধারণ কর্মী কে নেই সেই দলে? দলের উপর মহলের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে তৃণমূল ছাড়ছেন একাধিক হেভিওয়েট। একসময় তৃণমূলের অন্যতম চমক ছিল গ্ল্যামার দুনিয়ার ঝলকানি। একুশের নির্বাচনের আগে দলবদলের একের পর এক খবরে জেরবার তৃণমূলনেত্রী ভোট জিততে নতুন কী স্ট্যাটেজি নেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর মাঝেই ফের দলে টলি তারকাদের ভিড় প্রশ্ন তুলছে বিধানসভা নির্বাচনের আগে নিজের মাটি শক্তি করতে কি সেই গ্ল্যামার দুনিয়াকেই কাজে লাগাতে চাইছেন তৃণমূলনেত্রী?

Advertisement
Mamata Banerjee Mamata Banerjee
হাইলাইটস
  • তৃণমূলের অন্দরে দলবদলের হিরিক
  • এর মাঝেই রুপোলি জগতের আগমন দলে
  • ২০২১-এর ভোটে ফের কি সেই গ্ল্যামারেই ভরসা রাখতে চাইছেন মমতা?

একুশের ভোট যতই এগোচ্ছে দলবদল ঘিরে ততই সরগরম হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। প্রায় প্রতিদিনই তৃণমূল কংগ্রেসে ভাঙনের খবর সামনে উঠে আসছে। নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়ক থেকে সাধারণ কর্মী কে নেই সেই দলে? দলের উপর মহলের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে তৃণমূল ছাড়ছেন একাধিক হেভিওয়েট। একসময় তৃণমূলের অন্যতম চমক ছিল গ্ল্যামার দুনিয়ার ঝলকানি। একুশের নির্বাচনের আগে দলবদলের একের পর এক খবরে জেরবার  তৃণমূলনেত্রী ভোট জিততে নতুন কী স্ট্যাটেজি নেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর মাঝেই ফের দলে টলি তারকাদের ভিড় প্রশ্ন তুলছে বিধানসভা নির্বাচনের আগে নিজের মাটি শক্তি করতে কি সেই গ্ল্যামার দুনিয়াকেই কাজে লাগাতে চাইছেন তৃণমূলনেত্রী?

মন্ত্রিত্ব ছাড়তেই হয়েছিলেন নিশানা, সেই অরূপকে দেখতে হাসপাতালে রাজীব

উনিশের ভোটে ছিলেন বঙ্গ BJP-র 'গেমপ্ল্যানার', নব্বান্ন দখলের নীলনকশা কি মুকুলের হাতেই

একুশের ভোটের আগে দলের অন্দরে বাড়ছে অসন্তোষ
একসময় দলবদলের খেলা খেলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই খেলার শিকার হচ্ছে তাঁর দল। এমন অভিযোগ প্রায়ই ওঠে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে। তৃণমূলের অন্দরে প্রথম হেভিওয়েট দলবদল ঘটেছিল ২০১৭ সালে। সেবার ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন একদা দলের সেকেন্ড কমান্ড মুকুল রায়। তরপর থেকেই চলছে দলবদলের খেলা। লোকসভা ভোটের আগে পুরনো দল থেকে অর্জুন সিং, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা-সহ একাধিক জনকে গেরুয়া শিবিরে হাজির করেছিলেন মুকুল। নির্বাচন পরবর্তী সময়ে শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্তরাও দল পাল্টেছেন। আর বিধানসভা ভোট যতই এগোচ্ছে ততই তৃণমূল শিবির দলবদলের আশঙ্কায় ভীত। মিহির গোস্বামীর মত কিছু ছুটকো ছাটকা ঘাসফুল নেতার বিজেপিতে যোগের খবর সামনে আসলেও শুভেন্দু অধিকারীর সদলবলে দলত্যাগ তৃণমূলের কাছে বড় ধাক্কা। তা ঘাসফুল শিবির স্বীকার না করলেও তাদের হাবেভাবে স্পষ্ট। এখানেই থেমে নেই অসন্তোষ, মন্ত্রিত্ব ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লা ও রাজীব বন্দ্যোপাধ্যায়। বেসুরো বাজছেন দলের আরও একাধিক বিধায়ক ও নেতা। এই আবহে ভোটের দিন যত এগোবে শিবির বদলের খেলা যে আরও বাড়বে তা ভালই বুঝতে পারছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement

তৃণমূলে গ্ল্যামারের ঝলকানি
প্রথম থেকেই টলিউডের তারকাদের দেখা গেছে তৃণমূলনেত্রীর পাশে দাঁড়াতে। প্রতিবারই দলের শহিদ দিবসের অনুষ্ঠানে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের দেখা গেছে মঞ্চ ভড়িয়ে দিতে।  শহিদ দিবসের নামে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের  মঞ্চে উঠে নাচগান ও  বিনোদন নিয়ে প্রশ্নও উঠেছে। তবে বদলালনি তৃণমূলনেত্রী। প্রথমের দিকে শতাব্দী রায়, তাপস পাল, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়দের মত টিলউডের প্রথম সারির একাধিক তারকাকে দলের মুখ করেছিলেন মমতা। ২০১৪ সালের লোকসভা ভোটে টিলউড মেগাস্টার দেব ও মুনমুন সেনকে নিয়ে এসে চমক দিয়েছিলেন নেত্রী। সেই ধারা অব্যাহত ছিল ২০১৯-এর লোকসভা ভোটেও। যাদবপুরের মত লোকসভা কেন্দ্রে  বিকাশ ভট্টাচার্যকে হারিয়ে দিয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিসরহাটে বিজেপির সায়ন্তন বসুকে পারস্ত করেছিলেন নুসরত। হীরণ থেকে সোহম সবসময়ই 'দিদি'র পাশে থাকতে দেখা গেছে টলিউডকে।

মিমি ও নুসরত
মিমি ও নুসরত

গ্ল্যামারের দিকে নজর বিজেপিরও
২০২১ বিজেপির পাখির চোখ। সেই লক্ষ্যে এগোতে বিজেপি তাদের মহিলা সংগঠনকে শক্তিশালী করতে বরাবরই গ্ল্যামার জগতের উপর ভরসা রেখেছে। তাই রূপা গঙ্গোপাধ্যায়ের  হাত ঘুরে লকেট চট্টোপাধ্যায় হয়ে  এখন মহিলা মোর্চা অগ্নিমিত্রা পালের হাতে। বঙ্গ বিজেপির এই পদক্ষেপে পরিষ্কার গ্ল্যামার জগতের তারকাদের দিকে নজর রয়েছে তাদেরও। রূপার, লকেটদের আগে বাবুল সুপ্রিয়কে ভোট ময়দানে নামিয়ে চমক দিয়েছিল গেরুয়া শিবির। লোকসভা ভোটের পর টেলিভিশন জগতের একাধিক তারকা দিল্লি গিয়ে হাতে নিয়েছিলেন গেরুয়া পতাকা। তবে মানতেই হবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির বাড়ন্ত আসনসংখ্যা  শিল্পীদের  গেরুয়া শিবিরে  আনার ক্ষেত্রে অনেকটা চুম্বকের কাজ করলেও এরাজ্যে এখনও তেমন বড় কোনও বড় নামকে নিজেদের দলে আনতে পারেনি ভারতীয় জনতা পার্টি।

লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায়

 

গ্ল্যামারেই ফিরতে চাইছেন মমতা? 
বিনোদন জগতের শিল্পীদের রাজনৈতিক দলে ‘টানার' এই হিড়িক পশ্চিমবঙ্গে শুরু করেছিলেন মমতাই৷ রাজনীতিতে গ্ল্যামারের ছোঁয়া এনে বিপুলভাবে নিজের পক্ষে জনমত গড়ে তুলেছিলেন তৃণমূলনেত্রী৷ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ অনেকদিন ধরেই রয়েছে রূপালি পর্দা থেকে রাজনীতির ময়দানে আসার ঝোঁক৷ এই ‘ট্রেন্ড' বিশেষ করে নজরে আসে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই৷ সিনেমা, সাহিত্য, সঙ্গীত ও নাটক- সব ক্ষেত্রের তারকাদেরই দেখা গিয়েছিল তৃণমূল সরকারের পাশে থাকতে৷ শুধু তাই নয়, দলের হয়ে নির্বাচনে লড়েছেন কবীর সুমন, ব্রাত্য বসু, অর্পিতা ঘোষের-মত ব্যক্তিত্বরাও৷ দলে আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও শ্রাবন্তী থেকে রাজ চক্রবর্তী, শুভশ্রী-সহ টলিউডের অনেক প্রথম সারির অভিনেতা ও পরিচালককে নানা অনুষ্ঠানে পাশে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের পর সেভাবে বড় কোনও টলিউড তারকাকে তৃণমূলে যুক্ত হতে দেখা যায়নি। কিন্তু ভোটের আগে দলবদলের হাওয়ায় ফের তৃণমূলের ঘরে গ্ল্যামারের ঝলকানি। গত শুক্রবারই তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। একাধিক ওয়েব সিরিজ, ধারাবাহিক ও সিনেমার দৌলতে সৌরভ দাস এখন ইন্ডাস্ট্রির বহুল পরিচিত মুখ। সৌরভের তৃণমূল যোগের ৪৮ ঘণ্টার মধ্যে মিলল আরও এক চমক, এক নয় বরং জোড়া চমক বলা ভাল। রবিবার তৃণমূলে নাম লেখালেন ইম্পার  কর্তা পিয়া সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।

তৃণমূলে নাম লেখালেন ইম্পার  কর্তা পিয়া সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়
তৃণমূলে নাম লেখালেন ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়

গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিক্টোরিয়ায় মোদীর সঙ্গে কথা বলতে দেখা যায় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকেও।  যিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।  প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায় রুদ্রনীল ঘোষকেও। যাকে ঘিরে এখন  রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। এর মাঝেই তৃণমূলের অন্দরে  নেতামন্ত্রীদের দলবদলের হিরিকের মাঝে  ফের রুপোলি জগতের  তারকাদের আগমন  নতুন চমক, তা বলাই বাহুল্য। একে একে ভরসা যোগ্য নেতারা যখন শিবির বদল করছেন তখন  একুশের বিধানসভা নির্বাচনে নতুন প্রজন্মের তারকাদের  ওপরেই আস্থা রাখতে চাইছেন দলনেত্রী। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় তারকা বা সেলিব্রিটি মুখের সংখ্যা ছিল ৭। তবে ২০১৪ সালের ভোটে সেই  সংখ্যাটা আরও বেশি, অন্তত ১০ ছিল। ২০২১ সালে প্রাথী তালিকায় সেই সংখ্যা বাড়বে কিনা সেদিকেই এখন নজর সকলের।

Advertisement

 


 

Advertisement