scorecardresearch
 

শুভেন্দুর মুখোমুখি অভিষেক, কীভাবে হল অসাধ্য সাধন ?

বেশ কয়েক সপ্তাহ ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দু অধিকারীর। মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরে সেই জল্পনা আরও তীব্র হয়। সেই শুভেন্দুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠকে আপাতত সমস্যার সমাধান হয়েছে। এমনটাই দাবি দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের। কিন্তু কীভাবে তিনি এই কাজ সফল করলেন তিনি। এক বাংলা সাংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব বিষয়ে মুখ খোলেন সৌগত রায়।

Advertisement
শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • শুভেন্দু ও অভিষেকের বৈঠকে রফাসূত্র
  • ২ ঘণ্টার বৈঠকে মিলল সমাধানসূত্র
  • সব বিষয়ে মুখ খোলেন সৌগত রায়

বেশ কয়েক সপ্তাহ ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শুভেন্দু অধিকারীর। মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরে সেই জল্পনা আরও তীব্র হয়। সেই শুভেন্দুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠকে আপাতত সমস্যার সমাধান হয়েছে। এমনটাই দাবি দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের। কিন্তু কীভাবে তিনি এই কাজ সফল করলেন তিনি। এক বাংলা সাংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব বিষয়ে মুখ খোলেন সৌগত রায়।

কীভাবে হল এই সমাধান

দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই সমস্যা মেটাতে সক্রিয় হন সৌগত রায়। তিনি নিজেই দুই দফায় বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু সেই বৈঠকগুলিতে কোনও সমাধান সূত্র হয়নি। তখনই আবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে শোনা যায়, শুভেন্দু তাদের দলে এলে স্বাগত জানানো হবে। তাতে সুর মেলান গেরুয়া শিবিরের ছোট-বড় নেতারাও। এমন পরিস্থিতিতে মন্ত্রিত্ব থেকেও পদত্যাগ করে দেন শুভেন্দু অধিকারী। চাপ বাড়ে রাজ্য শাসকদলের উপরে। তখনই সৌগতবাবু প্রথমে একটি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে। সাক্ষাৎকারে সৌগতবাবু জানান, ওই বৈঠকেই শুভেন্দুর সঙ্গে মুখোমুখি বসতে আগ্রহ প্রকাশ করেন অভিষেক। এর পরেই শুভেন্দু  ও অভিষেকের মুখোমুখি বৈঠক করার জন্য উদ্যোগী হন সৌগত রায়।

আরও পড়ুন, শুভেন্দু-অভিষেক-PK বৈঠক! 'TMC-তেই থাকছেন শুভেন্দু,' বললেন সৌগত

বৈঠকে মেলে রফাসূত্র

সৌগত বাবু জানান, ফোনে কথা বলার পরে বৈঠকেও বসতে রাজি হন শুভেন্দু অধিকারীও। এর পরে মঙ্গলবার সেই বৈঠক বসে। উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর ও শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে মধ্যস্থতাকারী হিসাবে উপস্থিত ছিলেন, দলের বর্ষীয়ান নেতা সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যাবতীয় সমস্যার সমাধান হয় বলে দাবি সৌগত রায়ের। তিনি জানান বৈঠকে সমস্ত ভুল বোঝাবুঝি কেটে গিয়েছে এবং শুভেন্দু দলের হয়ে সক্রিয় থেকে কাজ করতে চলেছেন।

Advertisement

সৌগতবাবু জানান, বৈঠকের সময়ে ফোনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকেও একসঙ্গে চলার বার্তা দেন। বৈঠক ইতিবাচক। শুভেন্দু ও অভিষেক ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। দু-একদিনের মধ্যেই শুভেন্দু সাংবাদিক বৈঠক করে সকলকে জানাবেন।

Advertisement