scorecardresearch
 

সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, চিঠিতে কী লিখেছিলেন সারদা কর্তা ?

লোকসভার পর এবার বিধানসভা নির্বাচনের আগেও সারদা কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য় রাজনীতি। জেল থেকে সুদীপ্ত সেনের চিঠি ঘিরে তরজায় নেমেছে বিজেপি-তৃণমূল। চিঠিকে কেন্দ্র করে একে অপরের দিকে আঙুল তুলেছে অভিষেক-শুভেন্দু। জেনে নিন কী লেখা আছে, সুদীপ্ত সেনের চিঠিতে ?

Advertisement
শুভেন্দু অধিকারী, সুদীপ্ত সেন, অভিষেক বন্দ্য়োপাধ্যায় শুভেন্দু অধিকারী, সুদীপ্ত সেন, অভিষেক বন্দ্য়োপাধ্যায়
হাইলাইটস
  • লোকসভার পর এবার বিধানসভা নির্বাচনের আগেও সারদা কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য় রাজনীতি
  • জেল থেকে সুদীপ্ত সেনের চিঠি ঘিরে তরজায় নেমেছে বিজেপি-তৃণমূল।
  • চিঠিকে কেন্দ্র করে একে অপরের দিকে আঙুল তুলেছে অভিষেক-শুভেন্দু। জেনে নিন কী লেখা আছে, সুদীপ্ত সেনের চিঠিতে ?

লোকসভার পর এবার বিধানসভা নির্বাচনের আগেও সারদা কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য় রাজনীতি। জেল থেকে সুদীপ্ত সেনের চিঠি ঘিরে তরজায় নেমেছে বিজেপি-তৃণমূল। চিঠিকে কেন্দ্র করে একে অপরের দিকে আঙুল তুলেছে অভিষেক-শুভেন্দু। জেনে নিন কী লেখা আছে, সুদীপ্ত সেনের চিঠিতে ?

বিতর্কের সূত্রপাত কুলতলির সভায়। যেখানে প্রকাশ্য় সভায় সুদীপ্ত সেনের চিঠি তুলে ধরে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ফেরার হওয়ার আগেও সারদার কর্ণধারের থেকে টাকা নিতে গিয়েছিল শুভেন্দু অধিকারী। নিজের চিঠিতেই সুদীপ্ত সেন লিখেছে, শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দিয়েছিল সে। এমনকী তাকে ব্ল্য়াকমেইল করা হত। এটাই সবথেকে বড় প্রমাণ। 

যার পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের ভূমিপুত্র দাবি করেছেন, ভাইপোর নির্দেশে জেলে বসা সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লেখানো হয়েছে। ২১-এর নির্বাচনের কথা মাথায় রেখে বিরোধীদের নাম দেওয়া হয়েছে সেই চিঠিতে।  '' ২৭ নভেম্বর আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। ১ ডিসেম্বর জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়ছে। জেলের দায়িত্বপ্রাপ্ত একজন আইপিএস মিস্টার পান্ডেকে দিয়ে চিঠি লিখিয়েছেন। তাকে লিখতে বলেছে, নবান্নে বসে থাকা জিপি সিং নামের এক আইপিএস অফিসার। তাকে আবার লিখতে বলছে, ভাইপোর একজন মোটা আইনজীবী। তোলাবাজ ভাইপোর নির্দেশে এই পুরো কর্মকাণ্ড ঘটেছে। "

বর্তমানে সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে প্রেসিডেন্সি জেলে রয়েছে সুদীপ্ত সেন। প্রধানমন্ত্রী ও রাজ্য়ের মুখ্য়মন্ত্রীকে উদ্দেশ্য় করে তিনি লেখেন, আমার কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। মুকুল রায়ও বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। তবে সেই টাকার অঙ্ক মনে করতে পারছি না আমি।  এখানেই থেমে থাকেনি সুদীপ্ত সেনের চিঠি। সারদা কর্তা দাবি করেছে, শুধু শুভেন্দু- মুকুলই নন, তার কাছ থেকে টাকা নিয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। এই তালিকায় নাম রয়েছে সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর। সুদীপ্ত সেনের চিঠি অনুযায়ী,তার থেকে ৬ কোটি টাকা নিয়েছেন অধীর চৌধুরী। সুজন চক্রবর্তী নিয়েছেন ৯ কোটি টাকা। এছাড়াও বিমান বসু নিয়েছেন ২ কোটি। সারদা কর্তা বলেছেন, এটা খুবই দুঃখজনক যে, যারা গরিব মানুষের টাকা নিয়েছে তারাই এখন বিজেপিতে যোগ দিচ্ছে। আমার অনুরোধ এই বিষয়টা CBI ও রাজ্য় পুলিশের দেখা উচিত। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

Advertisement
সুদীপ্ত সেনের চিঠি
সুদীপ্ত সেনের চিঠি

 

 

Advertisement