scorecardresearch
 

নন্দীগ্রামে কটা অঞ্চলে ভোট পাবেন মমতা ? পার্টিগণিত বোঝালেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। মমতার বিরুদ্ধে ভোটযুদ্ধে নামবেন কিনা পরিষ্কার করেননি শুভেন্দু। তবে তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দু বলেছেন,নন্দীগ্রাম থেকে মাননীয়াকে ৫০ হাজার ভোটে হারাবেন। এদিন নন্দীগ্রামের সভায় সেই পার্টিগণিত বোঝালেন শুভেন্দু।

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী।
  • মমতার বিরুদ্ধে ভোটযুদ্ধে নামবেন কিনা পরিষ্কার করেননি শুভেন্দু।
  • এদিন নন্দীগ্রামের সভায় সেই পার্টিগণিত বোঝালেন শুভেন্দু।

নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। মমতার বিরুদ্ধে ভোটযুদ্ধে নামবেন কিনা পরিষ্কার করেননি শুভেন্দু। তবে তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দু বলেছেন,নন্দীগ্রাম থেকে মাননীয়াকে ৫০ হাজার ভোটে হারাবেন। এদিন নন্দীগ্রামের সভায় সেই পার্টিগণিত বোঝালেন শুভেন্দু।

এদিন তৃণমূল নেত্র্রীর উদ্দেশ্য়ে শুভেন্দু অধিকারী বলেন, ''দিদিমণি আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, দুটো জায়গায় দাঁড়ালে চলবে না। আমি তো বিজেপি করি। বিজেপির প্রার্থী মঞ্চে হয় না। এটা তো আর তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। যে আপনি আর ভাইপো মিলে যা বলবেন সেটাই আইন হবে।''

অতীতে নন্দীগ্রামের ভোটের অঙ্ক বুঝিয়েছিলেন শুভেন্দু। সেদিন মেদিনীপুরের ভূমিপুত্র বলেন, "আপনি কার ভরসায় দাঁড়াবেন বলছেন ? হিসেবটা আমার কাছে আছে, গ্রামগুলো তো আমি চিনি। আপনি ৬২ হাজারের ভরসায় জিতবেন ভাবছেন ? পদ্ম তো জিতবে ২ লক্ষ ১৩ হাজারের ভরসায়। ২ লাখ ১৩ কারা জয় শ্রীরাম বলে যারা। আর যে ৬২ হাজারের ভরসায় আপনি নন্দীগ্রামে ভোটে জিতবেন ভাবছেন সেটা হবে না। ওখানেও সিঁদ কাটব। বড় বোন, মেজ বোন, ছোট বোন যাই হোক না কেন নন্দীগ্রামে আপনাকে দাঁড়াতে হবে। দু-জায়গায় আপনাকে দাঁড়াতে আমরা দেব না। এখন থেকেই প্রাক্তন মুখ্য়মন্ত্রীর লেটার প্য়াডটা ছাপিয়ে রাখুন। '' 

মমতা বন্দ্য়োপাধ্যায়

যদিও মঙ্গলবার শুভেন্দু দাবি করেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি অঞ্চল থেকে কিছু ভোট পাবেন। বাকি  ১৪টি অঞ্চলে বিজেপি জয়লাভ করবে। কারণ এইসব এলাকার সমীকরণ হাতের তালুর মতো চেনেন তিনি। এদিন শুভেন্দু বলেন, যারা ৫ বছর অন্তর আসেন। তাদের শহিদের তালিকা দেখে দেখে পড়তে হয়। ভরত মণ্ডলকে ভারত মণ্ডল বলেন। মঞ্চে দাঁড়িয়ে পিছনে বোর্ড দেখে বলতে হয় জায়গাটা কোথায়। একটা কৃত্রিমতা আছে, একটা বাস্তবতা আছে। আমি ন্যাচারালি কাজ করি। 

Advertisement

রাজ্য রাজনীতির অতীত বলছে, যেদিনই বিজেপির কোনও বাড়িতে মধ্য়াহ্ণভোজ থাকে, পরদিনই সেই বাড়িতে হাজির হয় তৃণমূল। তবে শুভেন্দু অধিকারীর দাবি, এদিন যে বাড়িতে তিনি মধ্যাহ্ণভোজ সেরেছেন সেখানে এরকম কিছু হওয়ার সুযোগ নেই। কারণ সেই জমি খুব শক্ত জমি। এমনকী এ বিষয়ে খোদ তৃণমূলের নেতাদের চেষ্টা করে দেখতে বলেন শুভেন্দু। তারপরই মেদিনীপুরের ভূমিপুত্রের মুখ থেকে বেরিয়ে আসে চিরচরিত কথা, নিউটনের গতিসূত্র আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।

মঙ্গলবার ঘোলপুকুরে কৃষক আইনের সমর্থনে সভার শেষে বিরুলিয়াতে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারেন শুভেন্দু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, আমফানে প্রচুর ক্ষতি হয়েছে নন্দীগ্রাম এলাকায়। মানুষ সঠিক ক্ষতিপূরণ পায়নি। ক্ষতিপূরণ নিয়ে দলবাজি হয়েছে। পঞ্চায়েতে যারা আছেন এবং প্রশাসনের পক্ষ থেকে এইসব করা হয়েছে। এর প্রতিফলন আগামী বিধানসভা নির্বাচনে পড়বে।


Advertisement