scorecardresearch
 

TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার, আহত উভয় পক্ষের ৫

আবারও বিজেপি (BJP) - তৃণমূল (TMC) সংঘর্ষে উত্তপ্ত বীরভূম (Birbhum)। এবার ঘটনাস্থল ইলামবাজার। ঘটনায় আহত উভয় পক্ষের মোট ৫ জন। একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে দু'পক্ষই। আহতরা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ফের উত্তপ্ত বীরভূম
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৫
  • একে অপরের বিরুদ্ধে অভিযোগ দু'পক্ষের

আবারও বিজেপি (BJP) - তৃণমূল (TMC) সংঘর্ষে উত্তপ্ত বীরভূম (Birbhum)। এবার ঘটনাস্থল ইলামবাজার। ঘটনায় আহত উভয় পক্ষের মোট ৫ জন। একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে দু'পক্ষই। আহতরা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। 

জানা গেছে, শুক্রবার রাতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছায় ইলামবাজারে (Ilambazar)। সেখানে সভা করেন বিজপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। সভা সেরে নানাসোল পঞ্চায়েতের খাদিমপুকুর গ্রামে ফিরছিলেন বিজেপির একদল কর্মী সমর্থক। অভিযোগ, সেই সময় বড় মসজিদের পাশে তৃণমূলের দলীয় দফতরের সামনে দিয়ে যাওয়ার সময় লাঠি বাঁশ নিয়ে তাঁদের ওপর আক্রমণ চালায় শাসক দলের কর্মী সমর্থকেরা। তাতে আহত হন বিজেপি সমর্থক শেখ কাজিম। ভাঙচুর চালান হয় শেখ মুজিবুর এবং শেখ দিকাই নামে আরও দুই বিজেপি সমর্থকের বাড়িতে। বিজেপির আরও অভিযোগ, শুক্রবার সকালেই তৃণমূলের তরফে হুমিক দেওয়া হয় যে, কেউ যেন বিজেপির সভায় না যায়। সেই হুমকির পরেও সভায় যাওয়ার জেরেই এই আক্রমণ বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'দলের কর্মীরা নেতাদের সভায় গেলে ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। ইলামবাজারেও একই ঘটনা ঘটেছে।' 

অন্যদিকে বিজেপির সমস্ত দাবি অস্বীকার করে পালটা তাদের বিরুদ্ধেই হামলা চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, বিজেপি সমর্থকেরা গ্রামে ফিরে তাদের দলীয় দফতরের পাশ দিয়ে যাওয়ার সময় কটুক্তি করে। তার প্রতিবাদ জানালে হামলা চালানো হয়। তাতে আহত হন শেখ জালালুদ্দিন, শেখ সেলিম, মহম্মদ আজিজ ও শেখ সুকুর নামে ৪ তৃণমূল কর্মী। তৃণমূলের ব্লক সভাপতি শেখ তরুর অভিযোগ, 'পরিকল্পনা করে মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের।' গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

Advertisement


 

Advertisement